মার্চ মাস চলছে। তুমুল গরম। আর এর মধ্যেই টুপি, জ্যাকেট পরে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন শাহরুখ খান। সঙ্গী আব্রাম। কোথায় গিয়েছেন এই সেলেব বাবা-ছেলে?
গৌরী খান ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘স্নো-মেন’। তাঁরা কোথায় গিয়েছেন তা খোলসা করেননি।
তবে শাহরুখ জানিয়েছেন, তিনি আল্পসে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন আব্রামের সঙ্গে। আনন্দ এল রাইয়ের ‘জিরো’ শেষ অংশের শুটিং শুরুর আগে ছুটি কাটাচ্ছেন কিঙ্গ খান।