একসঙ্গে বহু বছর কাটিয়ে ফেলেছেন তাঁরা। সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুলেছেন বহু বার। দাম্পত্যেও কেন বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা জরুরি, জানিয়েছেন দু’জনেই। ফের দাম্পত্যে একে অপরের প্রতি সেই যত্নের কথা তুলে ধরলেন শাবানা আজ়মি। দিন কয়েক ধরেই পিঠের যন্ত্রণায় কাতর জাভেদ আখতার। মাত্র ১৪ দিনেই অভিনেত্রীর টোটকায় সেরে উঠেছেন গীতিকার।
আরও পড়ুন:
এমনিতেই চল্লিশের কোঠা পার করলেই পিঠের ব্যথা, কোমরের ব্যথা জাঁকিয়ে বসে বলে শোনা যায়। একটানা অনেকটা সময় বসে বা দাঁড়িয়ে কাজ করলেও এক ধরনের যন্ত্রণা শুরু হয়। আসলে আমাদের পিঠে রয়েছে একাধিক ‘জয়েন্ট’ বা অস্থিসন্ধি। তাই যদি দীর্ঘ ক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকতে হয়, তা হলে দেহের ওজনের চাপ পড়ে পেশিতে। এই চাপ যত বাড়তে থাকে, পেশি তা রোধ করার চেষ্টা বাড়াতে থাকে। তখনই ব্যথা শুরু হয়। বর্ষীয়ান এই গীতিকারের বয়স প্রায় ৮০। তাই যেন বয়সের কথা আরেকটু বেশি জানান দিচ্ছে শরীর। কী ভাবে সারল তাঁর পিঠের ব্যথা। অভিনেত্রীর কথায়, ‘‘মেথি, মৌরি ও মিছরি গুঁড়ো করে প্রতি রাতে ঘুমোনোর আগে উষ্ণ গরম দুধে অর্ধেক চামচ মিশিয়ে খাওয়াতে কাজ দিয়েছে। যে মানুষটা ব্যথায় কাতর ছিল, কয়েক দিন খেতেই ফল পেয়েছেন হাতেনাতে।’’ তাই যাঁরাই হাঁটুর কিংবা পিঠের যন্ত্রণায় কাতর, তাঁদের এই টোটকা মেনে চলার উপদেশ দিলেন শাবানা।