Advertisement
E-Paper

গৌরীর কপালে সিঁদুর পরাতেই ‘ভোলবদল’, ধর্মান্তরিত করে শাহরুখ স্ত্রীকে দেন বোরখা পরার নিদান!

সমস্ত প্রতিকূলতাকে জয় করে ১৯৯১ সালে ২৫ অক্টোবর বিয়ে করেন তাঁরা। সাত পাক ঘুরে গৌরীকে সিঁদুর পরিয়ে বিয়ে করেন শাহরুখ। কিন্তু তার পরই ‘ভোল বদলান’ তিনি!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৫:৩৫
shah Rukh khan asked his wife gauri will wear burqa changed her name to ayesha khan

শাহরুখ কি ধর্মের নিয়ম বাঁধতে চেয়েছিলেন গৌরীকে? ছবি: সংগৃহীত।

দু’জনেই দিল্লিবাসী। গৌরী পঞ্জাবি হিন্দু পরিবারের মেয়ে, শাহরুখ খান মুসলিম পরিবারের ছেলে। গৌরী মুসলিম ছেলেকে বিয়ে করবেন, এটা সম্পর্কের শুরুর দিকে তাঁর পরিবার কিছুতেই মেনে নিতে পারেনি। ক্রমাগত পারিবারিক চাপ আসতে থাকে গৌরীর উপর। শেষমেশ তিনি সিদ্ধান্ত নেন, আর নয়, ইতি টানতে হবে এই সম্পর্কে। যদিও সমস্ত প্রতিকূলতাকে জয় করে ১৯৯১ সালে ২৫ অক্টোবর বিয়ে করেন তাঁরা। সাত পাক ঘুরে গৌরীকে সিঁদুর পরিয়ে বিয়ে করেন শাহরুখ। কিন্তু তার পরই ভোলবদল তাঁর।

বিয়ের দিন গৌরীর পরিবারের সকলকে চমকে দিয়েছিলেন অভিনেতা। আগে থেকে কিছুই বলেননি। হুট করে বিয়ের দিন দাবি করে বসেন, ধর্মান্তকরণ করা হবে গৌরীর। বিয়ে করতে এসে বরের দাবি, বিয়ের পর থেকে কেবল বোরখা পরবেন তাঁর হিন্দু স্ত্রী। রোজ নমাজ পড়তে হবে। শুধু তা-ই নয়, গৌরীর বদলে তাঁর নাম বদলে রাখা হবে আয়েশা! শাহরুখের এমন কথা শুনে গৌরী ভেবেছিলেন, বিয়ে ভাঙল বলে। এখনই বরকে তাড়িয়ে দিল বলে। কিন্তু তেমন কিছুই হয়নি। না গৌরীর নাম বদলেছে, না তাঁকে নমাজ পড়তে হয়। বোরখা পরেও ঘুরতে দেখা যায়নি। আসলে কিছুই না। শাহরুখ খানের বুদ্ধিদীপ্ত, রসিক কথাবার্তার কথা গোটা পৃথিবী জানে। আর সে রকমই একটা উদাহরণ এই ঘটনা। কিন্তু বিয়ের দিন শ্বশুরবাড়ির সঙ্গে ধর্মান্তরণের মতো বিষয় নিয়ে মজা করার জন্য কতটা সাহস লাগে, তা তো ভাবলেই ভয় লাগে! কিন্তু তিনি তো কিং খান, বাদশা! এই রকমের রসিকতা করার ক্ষমতা কেবল তাঁরই আছে।

Shah Rukh Khan Gauri Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy