Advertisement
E-Paper

বিয়েবাড়িতে নাচের আসরে গিয়ে ‘বিড়ম্বনা’য় শাহরুখ! কনের আবদারে কী জবাব বাদশার

একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ‘অপ্রস্তুত’ হলেন অভিনেতা শাহরুখ! কনের আবদারের জবাবে কী বললেন বলিউডের বাদশা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৪:৪১
বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়ে বিড়ম্বনায় শাহরুখ।

বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়ে বিড়ম্বনায় শাহরুখ। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ের বড় তারকারা মাঝমধ্যেই মোটা পারিশ্রমিকের বিনিময়ে বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়ে নাচেন। কখনও আবার পারিশ্রমিক নেন শুধুই সেই সব অনুষ্ঠানে উপস্থিতির জন্য। কিছু দিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল, যেখানে নতুন কনের সঙ্গে একমঞ্চে শাহরুখ খানকে দেখা গিয়েছে। (এই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার ডট কম যাচই করেনি।) দেখা গিয়েছে, বার বার কনের সঙ্গে নাচার চেষ্টা করছেন শাহরুখ। কিন্তু, কিছুতেই কনে পাত্তা দিচ্ছেন না শাহরুখকে। ওই ঘটনার পরে আবার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ‘বিড়ম্বিত’ অভিনেতা। এ বার কনে নাকি অযৌক্তিক আবদার করেন শাহরুখকে! তার জবাবও দেন বাদশা।

সম্প্রতি দিল্লির একটি অভিজাত পরিবারের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শাহরুখ। এই ধরনের বিয়েবাড়িতে গিয়ে সাধারণত অনুষ্ঠানে আগত অতিথিদের অভিবাদন জানান শাহরুখ। পাশাপাশি, নববিবাহিত যুগল-সহ গোটা পরিবারের সঙ্গে নাচে যোগ দেন। কিন্তু, ওই বিয়ের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে যে, তাতে বেশ অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেতা।

দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন কনে। তাঁর পাশে শাহরুখ। হঠাৎই কনে অভিনেতাকে তাঁরই অভিনয় করা একটি বিজ্ঞাপনের সংলাপ বলার জন্য অনুরোধ করে বসেন। সেটি একটি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের ‘ট্যাগলাইন’। ওই বিজ্ঞাপনের পোস্টারে শাহরুখের পাশাপাশি দেখা গিয়েছিল অজয় দেবগন, টাইগার শ্রফদের মতো তারকাকেও। এই ধরনের বিজ্ঞাপনের ‘মুখ’ হওয়ার জন্য কটাক্ষ, ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছিল শাহরুখদের। এমনকি, আইনি ঝামেলাতেও জড়ান।

আসলে সেই তামাকজাত দ্রব্যের ব্র্যান্ডের মালিকের বাড়ির বিয়েতেই গিয়েছিলেন শাহরুখ। কনে তাঁকে ওই অনুরোধ করার পরে বিড়ম্বনায় পড়েন অভিনেতা। তার পরেও বার বার কনে ওই অনুরোধ করায় কিঞ্চিৎ অপ্রস্তুত শাহরুখ মজার ছলে সেখানেই বলে বসেন, ‘‘একবার ব্যবসায়ীদের সঙ্গে কিছু কাজ করলে তাঁরা আর পিছুই ছাড়তে চান না!’’ এখানেই না থেমে কনেকে ব্যঙ্গের সুরে বলেন, ‘‘সংলাপ বললেও পয়সা নিই। যাও, বাবাকে বলো সেটা।’’

যদিও গোটাটা মজার ছলেই বলেছেন শাহরুখ। তবে তাঁকে নিয়ে এই মুহূর্তে দুই দলে বিভক্ত নেটপাড়া। একদল যেমন অভিনেতার উপস্থিত বুদ্ধির প্রশংসা করছেন, তেমনই অন্য একটি অংশ শাহরুখকে এই ধরনের অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন।

Shah Rukh Khan Bollywood Wedding Bollywood Star Bollywood Celebrity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy