Advertisement
E-Paper

পঙ্কজ উধাসের অনুষ্ঠান থেকেই প্রথম রোজগার শাহরুখের! কী কাজ করেছিলেন অভিনেতা?

অভিনেতা জন আব্রাহাম প্রথম অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন গায়কের একটি মিউজিক ভিডিয়োতে। তেমনই শাহরুখ খানের জীবনের প্রথম রোজগারও নাকি পঙ্কজের কনসার্ট থেকেই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৫
Shah Rukh Khan earned his first pay cheque of Rs 50 at a Pankaj Udhas concert

(বাঁ দিকে) শাহরুখ খান। পঙ্কজ উধাস (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সোমবার প্রয়াত হয়েছেন গজল গায়ক পঙ্কজ উধাস। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। অ্যালবাম, অনুষ্ঠান তাঁর সুরের মূর্ছনায় যেমন ভরিয়ে রাখতেন শ্রোতাকে, তেমনই বলিউড সিনেমাতে তাঁর অবদান কম নয়। জন আব্রাহাম প্রথম অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন গায়কের একটি মিউজিক ভিডিয়োতে। তেমনই শাহরুখ খানের জীবনের প্রথম রোজগারও নাকি পঙ্কজের কনসার্ট থেকেই।

শাহরুখ অভিনীত ‘দিল আশনা হ্যায়’ সিনেমায় গান গেয়েছিলেন পঙ্কজ। কিন্তু তার অনেক আগেই পঙ্কজের সঙ্গে শাহরুখের অদৃশ্য এক যোগাযোগ তৈরি হয়ে গিয়েছিল। শাহরুখ তখন বেকার। কাজের চেষ্টা করছেন। রোজগারের উপায় খুঁজছেন। সেই সময় দিল্লিতে পঙ্কজের একটি কনসার্ট ছিল। পঙ্কজের অনুষ্ঠানে দর্শক সামলানো ছিল সবচেয়ে কঠিনতম কাজ। আশির দশকে পঙ্কজের গানের গুণমুগ্ধ শ্রোতার সংখ্যা ছিল অগুনতি। তাঁর কনসার্ট হলেই দর্শকাসন কানায় কানায় পরিপূর্ণ থাকত।

অন্ধকার প্রেক্ষাগৃহে দর্শককে আলো দেখিয়ে নির্দিষ্ট আসনে বসানোর কাজের জন্য লোকজন নেওয়া হচ্ছিল। শাহরুখ সেই কাজটি করেছিলেন। অনুষ্ঠান শুরুর আগে টর্চের আলো ফেলে দর্শককে নির্দিষ্ট স্থানে বসিয়েছিলেন শাহরুখ। সেই কাজ করে পারিশ্রমিক হিসাবে ৫০ টাকার একটা চেক পান শাহরুখ। এক সাক্ষাৎকারে শাহরুখ এই ঘটনার কথা বলেছিলেন। তার পর সেই টাকা নিয়ে তিনি প্রথমেই তাজমহল ঘুরে আসেন। এ প্রসঙ্গে শাহরুখ বলেছিলেন, ‘‘তার পর আমি বহু টাকা রোজগার করেছি। কিন্তু জীবনের প্রথম রোজগার এমন এক জনের অনুষ্ঠান থেকে করেছিলাম যে, আমার নিজেকে সৌভাগ্যবান বলে মনে হয়।’’

Shah Rukh Khan Pankaj Udhas Ghazal Indian playback singer Death News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy