বয়স হয়ে গিয়েছে, এ বার অবসর নেওয়া উচিত শাহরুখ খানের। সম্প্রতি নিন্দকের এমন মন্তব্যে ফুঁসে উঠলেন বাদশা। আবিশ্ব অনুরাগী ছড়িয়ে রয়েছে শাহরুখ খানের। শুধু অভিনয় নয়। তাঁর ব্যক্তিত্বেও মুগ্ধ অনুরাগীরা। তাঁর ছবি দেখে গোটা দুয়েক প্রজন্ম প্রেমের ভাষা খুঁজে পেয়েছে। অসংখ্য সফল ছবি তাঁর ঝুলিতে। সম্প্রতি ‘জওয়ান’ ছবির জন্য জাতীয় মঞ্চেও সম্মানিত হয়েছেন অভিনেতা। কিন্তু এর মধ্যেই বয়স নিয়ে কটাক্ষের শিকার তিনি।
অনুরাগীর পাশাপাশি রয়েছে তাঁর নিন্দকও। এমনই একজন নিন্দক সমাজমাধ্যমে শাহরুখের উদ্দেশে লেখেন, “ভাই আপনার বয়স হয়ে গিয়েছে। অবসর নিয়ে নিন। অন্য বাচ্চাদের এ বার এগিয়ে আসতে দিন।” সাধারণত নিন্দকদের কথায় খুব একটা কর্ণপাত করেন না অভিনেতা। কিন্তু এই দিন নিজেকে থামিয়ে রাখতে পারেননি অভিনেতা। তিনি জবাবে বলেছেন, “ভাই তোর প্রশ্নের শিশুসুলভ ভাব যে দিন চলে যাবে, তখন কিছু ভাল প্রশ্ন করিস। তত দিন অস্থায়ী অবসর নিয়ে নে প্লিজ়।”
আরও পড়ুন:
শাহরুখ ও নিন্দকের এই কথোপকথন সমাজমাধ্যমে ভাইরাল হয় মুহূর্তে। তাঁরা অনেকেই শাহরুখের পক্ষ নিয়ে কথা বলেছেন। অনুরাগীদের মতে, এই বয়সেও শাহরুখ যা করে দেখাচ্ছেন, তা বহু যুবকের পক্ষেও সম্ভব নয়।
‘জ়িরো’ ছবিতে খর্বকায় ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। মুখ থুবড়ে পড়েছিল সেই ছবি। তার পর দীর্ঘ বিরতি নিয়েছিলেন অভিনেতা। অবশেষে ২০২৩ সালে ‘পাঠান’ ছবিতে তাঁর প্রত্যাবর্তন। ফের অনুরাগীদের উন্মাদনার সাক্ষী হয়েছিলেন তিনি। সেই বছরই মুক্তি পায় ‘জওয়ান’। সেই ছবি ছাপিয়ে যায় ‘পাঠান’-এর সাফল্যও। ছবিতে শাহরুখের লড়াইয়ের দৃশ্য, অভিনয় ও সংলাপ বিশেষ ভাবে প্রশংসিত হয়েছিল।