Advertisement
E-Paper

‘এটা আমার জন্য হারাম’, অর্থ সাহায্য করেও কেন সুদ নিতে অস্বীকার করেন শাহরুখ খান?

প্রযোজক রেণু চোপড়ার ছেলে অভয় চোপড়ার প্রথম ছবি ‘ইত্তেফাক’। এই ছবির জন্য আর্থিক সাহায্য করেও কোনও সুদ নেননি শাহরুখ। নেপথ্যে কোন কারণ?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৬
অসময়ে সাহায্য করেই অর্থের লভ্যাংশ নিতে অস্বীকার করেন শাহরুখ খান।

অসময়ে সাহায্য করেই অর্থের লভ্যাংশ নিতে অস্বীকার করেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

বলিউডে পয়লা নম্বর তারকা তিনি। তারকা সন্তান নন, মুম্বইয়ের বাসিন্দাও ছিলেন না। তবে মায়ানগরীতে পা রেখেই শপথ নিয়েছিলেন এই শহরের রাজা হবেন। করে দেখিয়েছেনও তাই। তবে সাফল্য কখনও তাঁরা মাথায় চেপে বসেনি। তাঁর সহবত, আচার-ব্যবহারের প্রশংসা সর্বত্র। বন্ধু হিসাবে যে শাহরুখ কতটা পরোপকারী সেই তথ্য প্রকাশ্যে আনলেন প্রযোজক রেণু চোপড়া। ছেলে অভয় চোপড়ার প্রথম ছবি ‘ইত্তেফাক’-এর জন্য আর্থিক সাহায্য করেও এক টাকা সুদ নেননি অভিনেতা।

শাহরুখের সঙ্গে রেণু তাঁর সাক্ষাতের কথা স্মৃতিচারণা করে বলেন, “আমি ওকে প্রথমেই বলি আমার কাছে টাকা নেই।’’ শাহরুখ উত্তরে বলেছিলেন, ‘‘আমি টাকা দেব।’’ যদিও রেণু আশ্বাস দিয়ে বলেন, ‘‘কথা দিচ্ছি আমার ছেলে তার হৃদয় দিয়ে সিনেমাটি বানাবে।” তিনি আরও যোগ করেন, “এটি ছিল আমার ছোট ছেলে অভয়ের প্রথম ছবি। শাহরুখের নীতি ছিল, ঘোড়াকে নয় বরং জকিকে সমর্থন করেন।’’ যে কোনও আর্থিক লেনদেনের হিসেব ৫০ শতাংশ হয়। এ ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ছবি মুক্তির পর স্বাভাবিক ভাবেই লগ্নির উপর একটা সুদের অঙ্ক থাকে। তবে শাহরুখ খান এমনই এক মানুষ তিনি সেই সুদের টাকা নিতে অস্বীকার করেন। রেণু বলেন, ‘‘শাহরুখ সাফ জানান, এই টাকা আমার জন্য হারাম। কোনও সুদ লাগবে না।’’ ২০১৭ সালে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে সফল না হলেও সেই সময় শাহরুখের সাহায্য মনে রেখেছে চোপড়া পরিবার। প্রসঙ্গত উল্লেখ্য, এই ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মলহোত্র, সোনাক্ষী সিন্হা, অক্ষয় খন্না-সহ আরও অনেকে।

Shah Rukh Khan Bollywood Actor Bollywood Celebrity Bollywood Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy