Advertisement
E-Paper

৫৭-য় ঝাঁপিয়েছেন জমজমাট অ্যাকশনে, ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর এ বার থামতে চান শাহরুখ!

চলতি বছরের তাঁর ঝুলিতে হিটের হ্যাটট্রিক। বছরের শুরুতে ‘পাঠান’, তার পরে ‘জওয়ান’, বছরের শেষে এসে ‘ডাঙ্কি’। ‘অ্যাকশন হিরো’ হওয়ার স্বপ্ন পূরণ করে এ বার কোন পথে শাহরুখ খান?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ১৫:৩০
Shah Rukh Khan shares big update on his next film after Dunki

শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের অভিনয় জীবনের অন্যতম সেরা বছর ২০২৩। গত কয়েক বছরের বিরতির পর চলতি বছরে বড় পর্দায় ফিরেছেন বলিউডের বাদশা। শুধু যে ফিরেইছেন, তা নয়। ফিরেছেন বাদশার ভঙ্গিতেই। ২০১৮ সালে ‘জ়িরো’র মতো ব্যর্থ ছবির মাধ্যমে বছর শেষ করেছিলেন তিনি। তার পরে অতিমারি এবং লকডাউনের জেরে কয়েক বছরের লম্বা বিরতি। চার বছরের বেশি সময় পরে চলতি বছরের জানুয়ারি মাসে ‘পাঠান’ হিসাবে প্রত্যাবর্তন শাহরুখের। ভারতে তো বটেই, বিশ্বজুড়ে ‘ব্লকবাস্টার’ হিটের তকমা অর্জন করেছিল সেই ছবি। ‘পাঠান’-এর সাফল্যের পরে চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পায় শাহরুখের দ্বিতীয় অ্যাকশন ছবি ‘জওয়ান’। দক্ষিণী পরিচালক অ্যাটলির হাত ধরে ওই ছবির মাধ্যমে ‘প্যান ইন্ডিয়ান’ তারকা হিসাবে আত্মপ্রকাশ তাঁর। সেই ছবিও বক্স অফিসে সফল। তার কয়েক মাস পরে বছরের শেষে এসে মুক্তি পেয়েছে শাহরুখের তৃতীয় এবং শেষ ছবি ‘ডাঙ্কি’। ‘থ্রি ইডিয়টস’ খ্যাত রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি যদিও অ্যাকশন ঘরানার ছবি নয়। বরং, এই ছবিতে রোম্যান্টিক শাহরুখকে খুঁজে পেয়েছেন অনুরাগীরা। ৫৮-য় পা দিয়ে কি তবে অ্যাকশন ছবির পাট চোকালেন বাদশা?

অভিনয় জীবনের প্রথম দিক থেকেই ‘রোম্যান্টিক হিরো’ তকমার ভার বহন করে এসেছেন শাহরুখ। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ হোক বা ‘কুছ কুছ হোতা হ্যায়’— বড় পর্দায় শাহরুখের প্রেমিক সত্ত্বা দেখেই অভ্যস্ত দর্শক। সেই ছক ভেঙে ‘অ্যাকশন হিরো’ হিসাবে নিজেকে তুলে ধরেছেন তিনি। চলতি বছরে ৫৮-য় পা দিয়েছেন শাহরুখ। এ বার নাকি নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয় করতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারেও শাহরুখ বলেন, ‘‘আমি এর পরে যে ছবিতে কাজ করব, তাতে আমার চরিত্র আমার নিজের বয়সের সঙ্গে মানানসই। আমিই ছবিতে মুখ্য চরিত্র, আমিই তারকা! তবে আমি চিরতরুণ নই!’’

‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’তে শাহরুখের কাজ দর্শকের পছন্দ হলেও একাধিক সমালোচক দাবি করেছেন, রূপটান সত্ত্বেও সব ছবিতেই নাকি ধরা পড়েছে তাঁর বয়স। বয়সের ছাপ পড়েছে তাঁর চোখেমুখেও। সেই সব সমালোচনায় কান দিয়েই কি সচেতন ভাবে সিদ্ধান্ত নিলেন শাহরুখ? খবর, আগামী বছর মার্চ বা এপ্রিল মাস থেকে নিজের পরের ছবির শুটিং শুরু করবেন তিনি।

Shah Rukh Khan Pathaan Jawan Dunki
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy