Advertisement
E-Paper

মা-বোন রয়েছেন জম্মুতে, চিন্তায় রাতের ঘুম উড়েছে অভিনেতা শাহীর শেখের! চিন্তিত নায়ক লিখলেন

ভারত-পাকিস্তান অশান্তির খবর প্রতি মুহূর্তে পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। মুম্বইয়ে সেই খবর দেখেই চিন্তায় ঘুম আসছে না অভিনেতা শাহীর শেখের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৩:২৪
Shaheer Sheikh Reveals Facing \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'Sleepless Nights\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' Over Family\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Safety In Jammu

পরিবারের সদস্যদের সঙ্গে শাহীর শেখ। ছবি: সংগৃহীত।

ভারত-পাকিস্তান অশান্তির খবর কানে আসার পর থেকেই রাতের ঘুম উড়েছে হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা শাহীর শেখের। বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। এই ঘটনার কথা যত বারই সংবাদমাধ্যমে দেখছিলেন অভিনেতা, চিন্তা-উদ্বেগ ততই বাড়ছিল তাঁর। এখন শাহীর মুম্বইয়ের বাসিন্দা। কিন্তু তাঁর গোটা পরিবার রয়েছে কাশ্মীরে। ফলে চিন্তায় রাতের ঘুম উড়েছে অভিনেতার। জম্মুর ভদ্রওয়াহ অঞ্চলের ছেলে তিনি। চারিদিকে এত অশান্তির খবর চোখে পড়ার পরেই তিনি সমাজমাধ্যমের পাতায় লেখেন, “গত কয়েক দিন ধরে রাতে ঘুমোতে পারছি না চিন্তায়।”

শাহীর ভারতীয় সেনার কাছে কৃতজ্ঞ। নিজের ইনস্টাগ্রামে সে কথা লেখেন অভিনেতা। তাঁর মা, বোন এখনও জম্মুতে রয়েছেন। শাহীর লেখেন, “সশস্ত্র বাহিনীর কাছে আমি চিরঋণী। আমার মা-বোন এখনও জম্মুতেই রয়েছে। সাধারণের নিরাপত্তার জন্য যত দ্রুততার সঙ্গে তাঁরা পদক্ষেপ করেছেন আমি গর্বিত। অনুভব করতে পারছি, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে সৈনিকদের পরিবার কতটা চিন্তা, উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।” শুধু শাহীর নন, বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীর পরিবারই রয়েছেন জম্মু-কাশ্মীরে। এই পরিস্থিতিতে প্রায় প্রত্যেকেই উদ্বেগের মধ্যে সময় কাটিয়েছে। এই অশান্তির আবহেই সবাই যাতে ধৈর্য না হারায় সেই বার্তা দিয়েছিলেন অভিনেত্রী হিনা খান।

উল্লেখ্য, অভিনেতা শাহীরকে অনেক দিন ছোট পর্দায় দেখেননি দর্শক। ধারাবাহিকের গণ্ডি ছেড়ে নায়ক ওয়েব সিরিজ়, সিনেমায় অভিনয়ের দিকে ঝুঁকছেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল কৃতি শ্যানন এবং কাজল অভিনীত ‘দো পত্তী’ ছবিতে।

Shaheer Sheikh Kashmir Terror Attack Pahalgam Incident Operation Sindoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy