Advertisement
২২ জুন ২০২৪
Shahid Kapoor

কর্ণের প্রযোজনায় একসঙ্গে শাহিদ-আলিয়া?

শাহিদ-আলিয়ার প্রথম ছবি ‘শানদার’ মুক্তি পেয়েছিল ২০১৫-তে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল বিকাশ বহেল পরিচালিত ওই ছবি। শুধু তাই নয়, ২০১৫-এ সবচেয়ে ফ্লপ ছবির আখ্যাও দেওয়া হয়েছিল ওই ছবিকে। 

শাহিদ-আলিয়া।

শাহিদ-আলিয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৯
Share: Save:

ফিরছে শাহিদ-আলিয়া জুটি? শানদারের পর ফের এক বার বড় পর্দায় তাঁরা? ইঙ্গিত মিলেছে এমনটাই। বিশেষ সূত্রে খবর কর্ণ জোহরও নাকি থাকছেন শাহিদ-আলিয়া জুটির এই নতুন ছবিতে। তবে পরিচালকের ভূমিকায় নয়। তাঁকে দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। পরিচালক নাকি একেবারে নতুন।

জানা গিয়েছে, শাহিদ নাকি ইতিমধ্যে ছবির জন্য হ্যাঁ বলে দিয়েছেন। এ বার আলিয়ার দিক থেকে সম্মতি মিললেই নাকি শুরু হবে শুটিং। যতদূর জানা যাচ্ছে, ছবির বিষয়বস্তু হতে চলেছে দেশাত্মবোধ।

শাহিদ-আলিয়ার প্রথম ছবি ‘শানদার’ মুক্তি পেয়েছিল ২০১৫-তে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল বিকাশ বহেল পরিচালিত ওই ছবি। শুধু তাই নয়, ২০১৫-এ সবচেয়ে ফ্লপ ছবির আখ্যাও দেওয়া হয়েছিল ওই ছবিকে।

আরও পড়ুন-ওঁর জন্যই মাত্র আঠেরো বছরে মুম্বই আসার সাহস দেখিয়েছিলাম: অনুষ্কা

কবীর সিংহের সাফল্যের পর আপাতত ‘জার্সি’ নিয়ে ব্যস্ত শাহিদ। অন্যদিকে আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাওয়ার কথা এ বছরের ডিসেম্বরে। হাতে রয়েছে ‘গাঙ্গুবাই’-য়ের কাজও।

আরও পড়ুন-হাতে মাত্র তিন দিন, নেহা-আদিত্যর বিয়ে নিয়ে বিস্ফোরক উদিত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shahid Kapoor Bollywood Alia Bhatt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE