শাহরুখ খানের ‘দিল সে’-র পর শাহিদ কপূরের ‘রেঙ্গুন’। বলিউডের সিনেমায় ফের দেখা যাবে ডিমা হাসাওয়ের ছবি।
রেঙ্গুনের জন্য জেলার বিভিন্ন এলাকায় শ্যুটিং করে গেলেন পরিচালক বিশাল ভরদ্বাজ। শ্যুটিং হয়েছে পানিমোর ও হাফলঙে। কয়েক মাস আগে হাফলং শহর থেকে দেড়শো কিলোমিটার দূরে শিল্পনগরী উমরাংশুর পানিমোর জলপ্রপাতে শ্যুটিং করেছেন শাহিদ কপূর, কঙ্গনা রানাওয়াত। গত রবিবার চিত্রগ্রহণ করা হয় লামডিং-শিলচর মিটার গেজ লাইনে দিয়ুং নদীর পুরনো সেতুতে। ওই ছবির ইউনিটের ১১ জন সদস্য যান হাফলং শহরের আশপাশেও। তবে রবিবার শাহিদ বা কঙ্গনা ছিলেন না। উল্লেখ্য, ডিমা হাসাওয়ে শ্যুটিং করে গিয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও। রেল সূত্রে খবর, শাহরুখের ‘ছাইয়া ছাইয়া’ গানেও লামডিং-শিলচর মিটারগেজ লাইনে মাহুর থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২-৩টি রেল সেতুর ছবি নেওয়া হয়েছিল।