Advertisement
E-Paper

নিজেকে হিন্দু বলেই দাবি করেন অভিনেত্রী, তবু কেন বোরখা পরে পথে বেরোন শাকিব খানের প্রাক্তন?

সম্প্রতি এক মামলায় আদালতে জামিন নিতে বোরখা পরে যান অপু বিশ্বাস। তার পর থেকে শুরু হয়েছে আলোচনা। ইসলাম ধর্মাবলম্বী না হয়েও কেন বোরখা পরেন অপু? জানালেন নেপথ্যের কারণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৬:৫০
Shakib khan ex wife Apu Biswas Wears Burqa being hindu due to this reason

কেন বোরখা পরেন অপু? ছবি: সংগৃহীত।

অপু বিশ্বাস এবং শাকিব খানের দাম্পত্য নিয়ে বিপুল আলোচনা হয়েছে গত কয়েক বছরে। তাঁদের লুকিয়ে বিয়ে থেকে সন্তানের জন্ম— সব কিছু নিয়েই বিতর্ক। শাকিবকে বিয়ে করার পর বিভিন্ন সময় নিজেকে মুসলিম বলে দাবি করেন অপু। যদিও শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর নিজেই স্বীকার করেন, “সবাই মনে করত আমি যেহেতু একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছি, আমিও মুসলমান হয়েছি। কিন্তু আমি বিয়ের পরও হিন্দুই। কারণ, হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য যে অনুষ্ঠান করতে হয় তার একটাও তাঁরা (শাকিবের পরিবার) করেননি। বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছি।’’ কিন্তু সম্প্রতি একটি মামলায় তিনি আদালতে জামিন নিতে যান বোরখা পরেই। মুসলিম ধর্মাবলম্বী না হয়েও কেন এখন বোরখা পরেন অপু? জানালেন নেপথ্যের কারণ।

গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে খুনের চেষ্টা করেছিলেন। এই অভিযোগ তাঁর একার বিরুদ্ধে নয়। ঘটনার পরে ভাটারা থানায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরত ফারিয়া, অভিনেতা জায়েদ খান-সহ ১৭ জন তারকাকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছিল। রবিবার ঢাকা হাই কোর্টের নির্দেশ মেনে নিম্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করে সেই মামলায় জামিন পান অপু। প্রথম আদালত চত্বরে তাঁকে কেউ চিনতেই পারেননি। কারণ তিনি বোরখা পরেছিলেন। সকলে বোঝার আগেই গাড়িতে উঠে পড়েন অভিনেত্রী।

অপু এই প্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আদালতপাড়ায় এমনিতেই সব সময় অনেক মানুষ থাকেন। তারকারা যখন হঠাৎ সেখানে উপস্থিত হন, তখন উৎসুক মানুষের ভিড় অনেক বেড়ে যায়। এতে বিশৃঙ্খলা তৈরি হয়। তাই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে আমি বোরখা পরেই আদালতে যাই। বোরখা পরার কারণে অনেকে শুরুতে বুঝতে পারেননি। তবে কিছুক্ষণ পর টের পান। ততক্ষণে আমার কাজও প্রায় শেষ হয়ে যায়। আমি আসলে নিজেও চাইছিলাম না, এই বিষয়ে কোনও কথা বলি।’’ শুধু আদালতে নয়, অন্য সময়ও মাঝে মাঝে বোরখা পরেন অপু। এর কারণস্বরূপ অপু জানান, বাড়ির বাইরে যখন বেরোন, আশেপাশের পরিস্থিতির কথা ভেবেই বোরখা পরেন তিনি।

Apu Biswas Bangladeshi Actress Shakib Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy