দীর্ঘ সিনেমাজীবন শাকিব খানের। বাংলাদেশের অনুরাগীদের কাছে তিনি ‘কিং খান’ নামে পরিচিত। ভারতীয় অভিনেতা শাহরুখ খানকেও তাঁর অনুরাগীরা ‘কিং খান’ নাম দিয়েছেন প্রায় ত্রিশ বছর হয়ে গেল। শাকিব এ বার সেই শাহরুখের জুতোতেই পা গলাচ্ছেন বলে খবর।
আরও পড়ুন:
‘প্রিয়তমা’ ছবির মাধ্যমে সিনেমাজীবনে নতুন এক অধ্যায় শুরু করেছেন শাকিব। ‘বরবাদ’, ‘তান্ডব’, ‘তুফান’- এর মতো ছবি করেছেন। প্রতিটি ছবিই সাফল্যের মুখ দেখেছে। প্রায় প্রতিটি ছবিতে নতুন ভাবে দেখা গিয়েছে অভিনেতাকে। যদিও দর্শকের একাংশ তাঁর মধ্যে ছায়া পেয়েছে বিভিন্ন বলিউড নায়কের। এ বার শোনা যাচ্ছে একেবারে শাহরুখের ‘জব তক হ্যায় জান’ ছবির আদলে তৈরি হচ্ছে শাকিবের ‘সোলজার’ ছবির চিত্রনাট্য। মিল শুধু শাকিবের সঙ্গে রয়েছে এমন নয়। শাহরুখের ছবিতে যেমন দুই নায়িকা ছিলেন— ক্যাটরিনা কইফ ও অনুষ্কা শর্মা। তেমনই নাকি শাকিবের এই ছবিতেও রয়েছেন দুই অভিনেত্রী— তানজিন তিশা ও ঐশী।
সূত্রের খবর, তানজিন তিশার চরিত্র একেবারেই অনুষ্কা অভিনীত আকিরার চরিত্রের মতো। যদিও অভিনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, এই ছবিটির জন্য প্রচুর খেটেছেন তিনি। বাকি ছবিগুলোর থেকেও এই ছবিতে শরীরচর্চার দিকটিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন শাকিব। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি। তার পরেই আবার নতুন ছবি আসছে শাকিবের। নাম ‘প্রিন্স’। এককথায় নিজেকে দর্শকের নজর থেকে সরাতে যেন কোনও ভাবেই রাজি নন শাকিব।