তাঁর প্রথম পক্ষের ছেলে আব্রাম খান জয় আর দ্বিতীয় পক্ষের ছেলে হল শেহজাদ খান জয়। দুই পক্ষের ছেলের সঙ্গেই কি ভাল সম্পর্ক শাকিব খানের? এই বিতর্ক সারা ক্ষণ জারি। তবে দুই সন্তানকেই সমান সময় দেন অভিনেতা, সেই প্রমাণ আবার পাওয়া গেল। বিশেষ ভিডিয়ো ভাগ করে নিলেন অভিনেতা।
২৭ সেপ্টেম্বর শাকিবের বড় ছেলের জন্মদিন। অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও ছেলের সঙ্গে সারা ক্ষণ যোগাযোগ রয়েছে তাঁর। ছেলের বিশেষ দিনে যে ভিডিয়োটি ভাগ করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে ছেলে-বাবার মিষ্টি মুহূর্ত। দেখা যাচ্ছে, ছেলের সঙ্গে বেলুন ফাটাতে ব্যস্ত নায়ক। এই ভিডিয়ো দিয়ে অভিনেতা লেখেন, “সৎ, সাহসী, হৃদয়বান মানুষ হিসাবে বড় হয়ে ওঠো। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা—তোমার জীবনে সুখ, শান্তি আর সাফল্যের সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে। যখনই তোমার দরকার হবে তখনই আমায় পাশে পাবে।” অনেকে মন্তব্য করেছেন, তা হলে কি প্রথম ছেলেই আপনার প্রিয়?
আরও পড়ুন:
বড় ছেলে নাকি ছোট ছেলে—শাকিবের কাছে কে বেশি গুরুত্বপূর্ণ? এই প্রশ্নে জর্জরিত নায়ক এবং তাঁর পরিবার। কিছু দিন আগে ছোট ছেলে এবং প্রাক্তন স্ত্রী শবনম বুবলীকে নিয়ে আমেরিকা ঘুরতে গিয়েছিলেন শাকিব। তা নিয়েও আলোচনা কম হয়নি। তবে নায়ক বার বারই জানিয়েছেন, দুই সন্তানই তাঁর কাছে খুব প্রিয়।