মাদক গ্রহণের অভিযোগে বলিউড অভিনেতা শক্তি কপূরের ছেলে এবং অভিনেত্রী শ্রদ্ধা কপূরের ভাই সিদ্ধান্ত কপূরকে গ্রেফতার করল পুলিশ। কর্নাটকের বেঙ্গালুরুতে একটি রেভ পার্টিতে পুলিশি অভিযান চলাকালীন গ্রেফতার হন সিদ্ধান্ত। তাঁর সঙ্গে ওই পার্টি থেকে আরও ছ’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।
রবিবার রাতে বেঙ্গালুরুর একটি নামী হোটেলের পাবে ওই রেভ পার্টির আসর বসেছিল। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, সিদ্ধান্ত সেখানে আমন্ত্রিত ছিলেন ডিজে হিসেবে। তবে তিনিও ওই পার্টি চলাকালীন মাদক নিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পরে সিদ্ধান্তকে গ্রেফতার করে মাদকের পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।
এ প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা শক্তির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ওই সংবাদ সংস্থাকে বলেন, ‘‘আমি একটাই কথা বলতে পারি, এটা সম্ভব নয়।’’