করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড। মৃত্যুর পর থেকে তাঁকে নিয়ে উঠে আসছে একের পর এক খবর। এর মধ্যেই সঞ্জয়ের সঙ্গে হওয়া শেষ কথা প্রকাশ্যে আনলেন নেটপ্রভাবী শালিনী পাসি। শেষ সাক্ষাতে সঞ্জয়ের সঙ্গে তাঁর স্ত্রী প্রিয়া সচদেবও ছিলেন।
স্ত্রী প্রিয়াকে ছাড়া নাকি কোথাও বিশেষ যেতেন না তিনি, জানিয়েছেন শালিনী। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, “সঞ্জয়ের মৃত্যু আমাদের কাছে খুবই দুঃখের। আমাদের কাছে এই ঘটনা সত্যিই বড় ধাক্কা। এই ঘটনায় উপলব্ধি করলাম, আমরা জীবনে যেগুলো খুব গুরুত্ব দিই সেগুলো আসলে কতটা তুচ্ছ। কী ভাবে এক মুহূর্তে সব শেষ হয়ে গেল।”
সঞ্জয় কপূরের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে শালিনীর। বহু বছরের পরিচিতি তাঁদের। তাই বহু দিনের বন্ধুকে নিয়ে শালিনী বলেছেন, “সঞ্জয় এমন একজন মানুষ ছিলেন, যাঁকে অনেকেই অনুপ্রেরণা মনে করতেন।” প্রায়ই সঞ্জয়ের সঙ্গে দেখা হত শালিনীর। বেশির ভাগ সময়েই তাঁর সঙ্গে থাকতেন স্ত্রী প্রিয়া সচদেব।
আরও পড়ুন:
শেষ সাক্ষাৎ নিয়েও কথা বলেন শালিনী। ‘ফ্যাবিউলাস লাইভ্স ভার্সাস বলিউড ওয়াইভ্স’ অনুষ্ঠানের জন্য শালিনীকে শুভেচ্ছা জানিয়েছিলেন সঞ্জয়। নেটপ্রভাবী বলেছেন, “সঞ্জয় ও প্রিয়া আমাদের শুভেচ্ছা জানিয়েছিলেন। ওঁরা খুবই খুশি হন আমাকে দেখে। আমার সঙ্গে এমনই ছিল ওঁদের ঘনিষ্ঠতা।”
জানা গিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঠিক আগে তিনি পোলো খেলছিলেন। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সইফ আলি খানকে নিয়ে দিদি করিশ্মার বাড়ি ছোটেন করিনা কপূর খান। উপস্থিত হন দীর্ঘ দিনের দুই বান্ধবী মালাইকা এবং অমৃতা অরোরা।