অভিনেত্রী শেফালী জরীওয়ালার অকালমৃত্যুতে স্তম্ভিত বলিউড। মাত্র ৪২ বছরেই না ফেরার দেশে পাড়ি দিলেন ‘কাঁটা লগা গার্ল’। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। কিন্তু তার পর নানা সূত্র ধরে কানাঘুষো শোনা যায়, হৃদ্রোগ নয়, ‘অ্যান্টি-এজিং’ বা বার্ধক্য রোধক চিকিৎসা করাচ্ছিলেন তিনি। তার ফলেই এই আকস্মিক মৃত্যু। বয়সের চাকা ঘোরানোর নানা রকমের ওষুধ নিয়মিত ব্যবহার করতেন অভিনেত্রী। কিন্তু সে দিন এক বিশেষ পদ্ধতিতে ওষুধ নিতে গিয়েই এই ঘটনা ঘটল! এমনই জানালেন অভিনেত্রীর বান্ধবী পূজা ঘাই।
আরও পড়ুন:
সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা জানান, তিনিও এক কালে অভিনেত্রী ছিলেন। পেশা বদলালেও শেফালীর সঙ্গে বন্ধুত্ব রয়ে গিয়েছে। এই মুহূর্তে দুবাই নিবাসী পূজা মুম্বই ফিরেছেন বান্ধবীর মৃত্যুর খবর পেয়ে। তাঁর কথায়, “দেখুন ওঁর মৃত্যু নিয়ে এত কথা হচ্ছে, ভিটামিন সি কিন্তু সকলেই নেনে। আমি দুবাইতে থাকি, সেখানে রাস্তার ধারে স্যাঁলোতেও এই ওষুধ পাওয়া যায়। এতে খারাপ কিছু নেই। আজকাল সকলেই নেন। আর ও যে পেশায় ছিল সেখানে তো ওকে সুন্দর থাকতেই হবে তাই না! আর ও সুন্দর ছিলও তেমনই। ওঁর শেষযাত্রায় যখন নিয়ে যাচ্ছিল তখনও কী সুন্দর দেখাচ্ছিল!’’
এই পর্যন্ত সব ঠিক ছিল বলেই মনে করেন পূজা। কিন্তু তিনি সংশয় প্রকাশ করে জানিয়েছেন, শেফালী সে দিন হয়তো আইভি ড্রিপের মাধ্যমে ওই ওষুধ নিয়েছিলেন। সেই কারণেই এই অঘটন। কেউ ওষুধ হিসেবে নেন কেউ আবার শিরার মধ্যে আইভি ড্রিপের সাহায্যে নেন। সে দিন শেফালীর শিরার মধ্যে এই ওষুধ নিয়েছিলেন!
কী এই আইভি ড্রিপ?
ত্বকের ঔজ্বল্য ধরে রাখার শরীর সুস্থ রাখার জন্য অত্যাধুনিক উপায় আইভি বিউটি ড্রিপ। বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই থেরাপি। গত বছর জুন মাসে অর্জুন কপূরের একটি ছবি সমাজ মাধ্যমে তুমুল আলোড়ন তোলে। অভিনেতাকে হাসপাতালে শুয়ে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। পরে জানা যায়, একটি ভিটামিন থেরাপি সেশনের ছবি শেয়ার করেছেন অর্জুন। যা আর কিছুই নয়, আইভি চ্যানেল ড্রিপ। শরীরের ভিটামিন, খনিজের ঘাটতি মেটাতে আইভি বা ইন্ট্রাভেনাস ড্রিপের মাধ্যমে সরাসরি শিরায় ঠেলে দেওয়া হয় তরল, পুষ্টি ও ওষুধ। রক্তপ্রবাহে তা মিশে যায় সহজে। এই একই কাজ শেফালী করেন। কিন্তু সেটাই কি প্রাণঘাতী হয়ে গেল তাঁর জন্যে! উঠছে প্রশ্ন।