২০০২ সালে ‘কাঁটা লগা’ গানে নেচে আলোড়ন তুলেছিলেন শেফালি জ়ারিওয়ালা। কিন্তু তার পরে সেই ভাবে তাঁকে রুপোলি দুনিয়ায় দেখা যায়নি। শেষের দিকে কেবল আধ্যাত্মিকতায় মন দিতে চাইছিলেন তিনি। নিজেই জানিয়েছিলেন, কেন আধ্যাত্মিকতা তাঁকে আকর্ষণ করত।
কয়েক মাস ধরে আধ্যাত্মিকতায় মন দিতে চেয়েছিলেন শেফালি। একটাই লক্ষ্য ছিল তাঁর, আরও ভাল মানুষ হয়ে উঠতে হবে। ২০২৪ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৫-এর পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, “আমার লক্ষ্য হল, আগামী বছরে নিজেকে আরও ভাল করে তোলা। নিজের যা যা গুণাবলি রয়েছে, সেগুলোকেই আরও উন্নত করে তোলার পরিকল্পনা রয়েছে। কাজ নিয়েও এগোতে চাই আরও। বিনোদন জগতের জন্যেও ইতিবাচক কিছু করতে চাই। অনেক উৎসাহ পেয়েছি আমি। সেটাই ফেরত দিতে চাই।”
সেই ভাবে বিনোদন জগতে পর পর কাজ ছিল না শেফালির হাতে। তবে নিজের প্রাপ্তি ও পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট ছিলেন তিনি। অভিনেত্রী বলেছিলেন, “আমি যথেষ্ট আনন্দে আছি। আধ্যাত্মিক ভাবেও আমার অগ্রগতি হচ্ছে। আমার আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গে আরও বেশি করে যোগ স্থাপন করতে চাই। আগামী বছরটাও যেন ভালবাসা ও হাসিতে ভরে থাকে, সেই প্রার্থনাই করি।”
আরও পড়ুন:
হিন্দি ছোট পর্দার অভিনেতা পরশ ছাবড়ার পডকাস্টে মন খুলে কথা বলেছিলেন শেফালি। পরশ ও শেফালির বন্ধুত্ব ‘বিগ বস্ ১৩’ থেকে। পরশের সমাজমাধ্যম থেকে জানা গিয়েছে, কয়েক মাস আগে নিজের বাড়িতে সত্যনারায়ণ পুজো করেছিলেন অভিনেত্রী। পুজো নিয়ে খুব আনন্দে ছিলেন তিনি। পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরশও।
পরশের ভাগ করে নেওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, শেফালি বার বার বলছেন, “আগামী বছরেও তোমাকে কিন্তু আসতে হবে।” তাই শোকাচ্ছন্ন অভিনেতা লিখেছেন, “এই আগামী বছরটা আর আসবে না।”