শুক্রবার রাতে শেফালি জ়ারিওয়ালার আকস্মিক মৃত্যু। তার পর থেকেই উঠছে নানা প্রশ্ন। গভীর রাতে অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগীই হাসপাতালে নিয়ে যান তাঁকে। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিনেত্রীর দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। তাঁর বাড়ি পৌঁছেছেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা। শুক্রবার রাতে যখন হাসপাতাল থেকে বেরোচ্ছিলেন পরাগ, তাঁকে বার বার মুখ ঢাকতে দেখা যায়। শনিবার সকালে ফের রাস্তায় দেখা গেল অভিনেতাকে।
আরও পড়ুন:
কী ভাবে মৃত্যু হল শেফারি জ়ারিওয়ালার! এখনও নিশ্চিত নয় পুলিশ। শনিবার সকাল পর্যন্ত পাওয়া যায়নি পারিবারের কোনও বিবৃতিও। পুলিশের তরফে সংবাদমাধ্যমকে এ দিন জানানো হয়েছে, মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। শেফালির মৃত্যু যেন মানতে পারছিলেন না তাঁর আবাসনের নিরাপত্তারক্ষীরাও। শনিবার সকাল থেকেই শেফালির অন্ধেরির আবাসের সামনে ছবিশিকারিদের ভিড়। মুম্বইয়ের কুপার হাসাপাতালেও ছবিশিকারির দল। এ দিকে শেফালির মৃত্যুর পর দিন সকালেও আবাসনের বাইরে দেখা যায় পরাগকে। সঙ্গে ছিল তাঁদের পোষ্য সারমেয়। বেলা বাড়তে শেফালির মরদেহ নিতে কুপার হাসপাতালে পৌঁছোন পরাগ।
কিন্তু ছবিশিকারিদের ভিড় মোটেও মেনে নিতে পারছেন না তিনি। হাসপাতালে হাতজোড় করে সকলের কাছে অনুরোধ করেন, ‘‘দয়া করে এ সব বন্ধ করুন।’’ এ দিন পরাগ ছাড়াও হাসপাতালে দেখা গিয়েছে অভিনেত্রী আরতি সিংহ ও তাঁর স্বামীকে। বিগ বস্-এর ঘরে আরতির প্রতিযোগী ছিলেন শেফালি। হাসপাতালে দেখা গিয়েছে, নেটপ্রভাবী ‘হিন্দুস্তানি ভাউ’কেও। তাঁর সঙ্গে ভাই-বোনের সম্পর্ক পাতিয়েছিলেন শেফালি।