‘সাডা কুত্তা কুত্তা, তোয়াডা কুত্তা টমি’— শিশুসুলভ বাচনভঙ্গীর সেই মেয়েটি আবার দর্শকদের সামনে! বিতর্কিত রিয়্যালিটি অনুষ্ঠানে ফের সেই সারল্য ফিরবে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দৌলতে এমনই একটি খবর পাওয়া গিয়েছে। ‘বিগ বস’-এর সাম্প্রতিকতম পর্বে ফের প্রবেশ করতে পারেন শেহনাজ গিল। সেই শেহনাজ, ‘বিগ বস ১৩’-তে যাঁর সঙ্গে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর রসায়ন নিয়ে মাতামাতি ছিল দর্শকদের মধ্যে। সেই শেহনাজ কি সত্যিই তবে ‘বিগ বস’-এ ফিরছেন?
‘বিগ বস’-এর কর্তৃপক্ষের তরফে শেহনাজের কাছে প্রস্তাব গিয়েছে। রাখি সবন্ত এবং দেবলীনা ভট্টাচার্য পুরনো প্রতিযোগী হয়ে 'ওয়াইল্ড কার্ড’-এর সাহায্যে প্রবেশ করেছেন। ঠিক সে ভাবেই শেহনাজকেও এই অনুষ্ঠানে নিয়ে আসার পরিকল্পনা করছেন কর্তৃপক্ষ।