২০২১-এর সেপ্টেম্বর। আচমকা হৃদরোগে মাত্র ৪০ বছর বয়সেই প্রয়াত ছোটপর্দার জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্ল। আকস্মিক এই ধাক্কায় ওলটপালট হয়ে গিয়েছিল তাঁর প্রেমিকা, অভিনেত্রী শেহনাজ গিলের জীবন। মানসিক ভাবে ধস্ত শেহনাজ ঘরবন্দি হয়ে ছিলেন বেশ অনেক দিন। প্রায় এক বছর পেরিয়ে সেই মেয়েই আজ ঘুরে দাঁড়িয়েছেন। মানসিক ভাবে শক্ত হয়ে হাল ধরেছেন নিজের জীবনের। সম্প্রতি এক অনুষ্ঠানে সে কথা নিজেই জনসমক্ষে বললেন ‘বিগ বস’-এর খ্যাতনামী প্রতিযোগী।
সম্প্রতি নারীশক্তির সচেতনতা প্রসারে এক অনুষ্ঠানে যোগ দেন শেহনাজ। সেখানেই অংশগ্রহণকারী মেয়েদের শোনান নিজের জীবন-কাহিনি। অভিনেত্রী বলেন, ‘‘মেয়েদের নরমসরম, অসহায় ভাবার দিন ফুরিয়েছে। আমরা মোটেই বেচারি নই। আমায় দেখো, আমি মানসিক ভাবে কতটা শক্ত। জীবনের যে কোনও সমস্যার মুখোমুখি হতে চাইলে আমার থেকে শিক্ষা নিতে পারো। ধাক্কা খেলে তবেই তো মানুষ শেখে। আমারও তা-ই হয়েছে।’’