মুম্বইয়ের মাদক-কাণ্ডের কেন্দ্রবিন্দু। আপাতত দেশ জুড়ে শোরগোলেরও। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অভিযানে শাহরুখ-পুত্র আরিয়ান খান ধরা পড়ার পর থেকেই শিরোনামে প্রমোদতরী কর্ডেলিয়া। এবার তারই অন্দরের ঝলক দেখা গেল নেট মাধ্যমে। সৌজন্যে পর্যটন ব্লগ লেখিকা শেহনাজ ট্রেজারিওয়ালা।
ইনস্টাগ্রামে ভিডিয়ো দিয়েছেন শেহনাজ। কর্ডেলিয়ায় পা রাখা থেকে মার্বেলে মোড়া বিলাসবহুল অন্দরের প্রতিটি খুঁটিনাটি—অনুগামীদের জন্য সবটাই তুলে ধরেছেন এক সময়ে ছোটপর্দার জনপ্রিয় সঞ্চালিকা। সঙ্গে বার্তা— ‘এই প্রমোদতরীর সঙ্গে ইতিমধ্যে খবরেই দেখা হয়েছে আপনাদের।’