মাথার উপরে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ। জারি ‘লুক আউট সার্কুলার’। এমনিতেই একের পর এক আইনি জটিলতায় জড়িয়ে রয়েছেন শিল্পা শেট্টী ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা। এ বার আরও এক ঝামেলায় জড়ালেন অভিনেত্রী। মুম্বইয়ের পর তাঁর সাধের ‘ব্যাস্টিয়ন’ রেস্তরাঁর বেঙ্গালুরু শাখার বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর।
আরও পড়ুন:
দিনকয়েক আগেই ‘ব্যাস্টিয়ন পাবে’ বিল মেটানো নিয়ে বচসায় জড়িয়েছিলেন প্রাক্তন ‘বিগ বস্’ জয়ী সত্য নায়ডু। সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরে সমালোচিত হতে হয় রেস্তরাঁ কর্তৃপক্ষকে। এ বার নয়া অভিযোগ রেস্তরাঁর বেঙ্গালুরু শাখার বিরুদ্ধে। নির্ধারিত সময়ের পরেও রেস্তরাঁ খোলা থাকা নিয়ে জটিলতার সূত্রপাত। কর্নাটক রাজ্য সরকারের তরফে পাব-রেস্তরাঁগুলির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি বন্ধ করে দেওয়াই নিয়ম। কিন্তু, সেই নিয়ম আগ্রাহ্য করেন ‘ব্যাস্টিয়ন’ কর্তৃপক্ষ। ১১ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত অতিথিদের পার্টি করার অনুমতি দেওয়া হয়েছিল রেস্তরাঁর তরফে, খবর এমনই। রাত প্রায় দেড়টা অবধি চলে হুল্লোড়।
এই প্রেক্ষিতেই কর্নাটকের পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর কিউবান পার্ক থানায় অভিনেত্রীর রেস্তরাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রেস্তরাঁর ম্যানেজারকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।