২০০৯ সালে বিয়ে করেন অভিনেত্রী শিল্পা শেট্টী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা। জীবনের উপর দিয়ে যত ঝড়ই বয়ে যাক, একে অন্যের হাত ধরে রেখেছেন শক্ত করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, শিল্পার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খোলেন রাজ। অনুরাগীদের জানান, কী ভাবে দায়িত্বের সঙ্গে সঙ্গে প্রেমের সংজ্ঞা বদলে যায়।
সাক্ষাৎকারে রাজ বলেন, “যে সম্পর্ক জোর করে ধরে রাখতে হয়, সেই সম্পর্ক থাকার মানে কী? যদি ভালবাসা থাকে, তা হলে সম্পর্কও থাকবে। কাউকে ধরে রাখতে হয় না, আমি আর শিল্পা, একে অপরের জীবনের টাটকা বাতাস। গত ১৬ বছর ধরে মানুষ সেটা দেখেছেন। অনেক চড়াই-উতরাই গিয়েছে, কিন্তু আমরা একে অন্যের সঙ্গ ছাড়িনি।”
একই সঙ্গে ব্যবসায়ীর এও বক্তব্য, বিয়ে হচ্ছে ‘সবচেয়ে কঠিন বিষয়’। তাঁর কথায়, “প্রথম এক-দু’বছরই প্রেম থাকে, তার পর সেটা উবে যায়। বাবা হয়ে যাওয়ার পর, বাচ্চা হয়ে যাওয়ার পর, দায়িত্ব এসে যায়, তখন ওই আদুরে প্রেম কমে যায়। বাস্তব বুঝতে হয়।” নিজের পরিবারের সঙ্গে নিয়ম করে সময় কাটান রাজ। শুক্রবার রাতে স্ত্রীয়ের সঙ্গে ‘ডেট’-এ যান নিয়মিত। তাঁর মতে, “নিজের সঙ্গীকে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া উচিত। সম্পর্কে যত গুড় ঢালবে, সেটা ততই মিষ্টি হবে।”
আরও পড়ুন:
রাজ ও শিল্পার বিরুদ্ধে এখন প্রতারণার অভিযোগ। ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। যদিও এরই মাঝে অভিনেত্রী তাঁর রেস্তরাঁর নতুন ‘আউটলেট’ খুলেছেন।