দাউদ ইব্রাহিমের সঙ্গে নাকি যোগাযোগ রয়েছে বলিউডের শ্রদ্ধা কপূর, নোরা ফতেহি এবং ওরির! দাউদের আয়োজন করা মাদক পার্টিতে নাকি গিয়েছিলেন তাঁরা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন মাদক পাচারকারী ‘গ্যাংস্টার’ সেলিম ডোলার ছেলে তাহের ডোলা।
আরও পড়ুন:
সম্প্রতি মুম্বই পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রক দপ্তর একটি তল্লাশি চালায়। সেই সূত্র থেকেই উঠে আসে সেলিম ডোলার নাম। এটি গোটাটাই একটি চক্র। সেটি চালিত হয় দুবাই থেকে। সংযুক্ত আরব আমীরশাহী থেকে গ্রেপ্তার করে ভারতে নিয়ে আসা সেলিম-পুত্র তাহিরকে সম্প্রতি জেরা করে পুলিশ। সেখানেই তিনি বলিউডের খ্যাতনামী মডেল থেকে অভিনেতা-অভিনেত্রীর নাম ফাঁস করেন। প্রায় ২৫২ কোটি টাকার লেনদেন হয়েছে বলে তিনি জানান।
তাহের জানিয়েছেন, ভারতে ও বিদেশের যেসব জায়গায় মাদক পার্টির আয়োজন করেন দাউদ, সেখানেই নাকি যান বলিউডের খ্যাতনামী অভিনেত্রী শ্রদ্ধা কপূর, নোরা ফতেহিরা। শ্রদ্ধা একা নন, এই ধরনের চক্রে নাকি জড়িয়ে রয়েছেন তাঁর দাদা সিদ্ধার্থ কপূরও।
বছর খানেক আগেই শ্রদ্ধার দাদাকে মাদক-কাণ্ডে গ্রেফতার করেছিল পুলিশ। পরে অবশ্য ছাড়া পেয়ে যান তিনি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শ্রদ্ধা, নোরা, ওরিদের জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাতে পারে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। যদিও শ্রদ্ধা কিংবা নোরার টিম থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। উল্লেখ্য, ২০১৭ সালে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জীবনীচিত্রে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল শ্রদ্ধাকে।