এফআইআর দায়ের করা হল টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে। অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি। ভোপালের শ্যামালা হিলস থানায় মামলা দায়ের হয়েছে।
নতুন ওয়েব সিরিজের সাংবাদিক সম্মেলনে শ্বেতা মস্করা করে মন্তব্য করেছিলেন, ‘‘আমার ব্রা-এর মাপ নিচ্ছেন ভগবান।’’ কিন্তু মস্করার দাম দিতে হচ্ছে তাঁকেই। এই মন্তব্যের নেপথ্য কারণ, শ্বেতা তাঁর সহ-অভিনেতা সৌরভ রাজ জৈনের কথা বলতে গিয়ে তাঁকে ‘ভগবান’ বলে সম্বোধন করেছেন।
‘মহাভারত’ ধারাবাহিকে সৌরভ কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন। নতুন এই ওয়েব সিরিজে পর্দার কৃষ্ণ ব্রা-এর দর্জির চরিত্রে অভিনয় করেছেন। সেই সূত্রেই ঠাট্টা করে শ্বেতার এই মন্তব্য।