সদ্যই মুক্তি পেয়েছে বালাজি প্রযোজনার নতুন ওয়েব সিরিজ ‘হাম তুম অ্যান্ড দেম’-এর ট্রেলার। আর সেখানেই অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকে দেখা গিয়েছে বেশ কিছু বোল্ড সিনে। কখনও নায়কের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন আবার কখনও বা সটান লিপলক। প্রথম বার অনস্ক্রিন চুমুর দৃশ্য, আর তাতেই বেশ কিছুটা নার্ভাস ছিলেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা বলেন, “যখন ট্রেলার মুক্তি পেল আমি অত্যন্ত ভয় পেয়েছিলাম। প্রোডাকশনের লোকেদের ফোন করে বলেছিলাম এসব কী? আমার পরিবার রয়েছে। তাঁদের কী করে দেখাব ছবিটা? যখন মেয়েকে ট্রেলারটা পাঠালাম তখন ও কী বলল জানেন?”শ্বেতা যোগ করেন, “পলক ট্রেলারটি দেখেই বলে মা খুব ভাল হয়েছে, দারুণ। সত্যি কথা বলতে কি প্রযোজকদের এ সব কথা বলার জন্য আমার বেশ খারাপই লেগেছিল। ওঁদের ফোন করে সরিও বলি।”