Advertisement
E-Paper

‘চুপ, ক্যামেরা বন্ধ করুন’, অন্তঃসত্ত্বা কিয়ারাকে নিয়ে সিড হাসপাতালে যেতেই ঘটল কোন বিপত্তি?

গাড়ি থেকে নামতে বাধ্য হলেন সিদ্ধার্থ মলহোত্র। কপালে হাত দিয়ে ভিতরে বসে কিয়ারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২০:২৮
Sidharth Malhotra loses cool at paps for blocking car after visit with Kiara Advani

সিদ্ধার্থ মলহোত্র-কিয়ারা আডবাণী। ছবি: সংগৃহীত।

খুব শীঘ্রই মা হতে চলেছেন কিয়ারা আডবাণী। সম্প্রতি অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা। গাড়ির ভিতরে ঢিলেঢালা পোশাকে ছিলেন কিয়ারা। সিদ্ধার্থ মলহোত্রের পরনে ছিল প্যান্ট ও টিশার্ট। স্ত্রীকে নিয়ে হাসপাতাল থেকে বেরোবার সময় রাস্তা আটকে দিলেন ছবিশিকারিরা। এই পরিস্থিতিতে গাড়ি থেকে নামতে বাধ্য হলেন সিদ্ধার্থ। কপালে হাত দিয়ে ভিতরে বসে কিয়ারা।

ছবিশিকারিদের দৌরাত্ম্যে নাভিশ্বাস ওঠার জোগাড় তারকাদের। প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরাবন্দি করতে চান ছবিশিকারির দল। একটা মুহূর্তে বাদ দেওয়া যাবে না। শরীরচর্চা কেন্দ্র থেকে রেস্তরাঁ কিংবা হাসপাতাল— কোথাও নিস্তার নেই তারকাদের। নিয়মমাফিক পরীক্ষার জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতেই তাঁদের ছবি তোলার জন্য একেবারে গাড়ির সামনে এসে পড়েন ছবিশিকারিরা, আটকে দেন পথ। তাতেই মেজাজ হারান অভিনেতা। গাড়ি থেকে নেমে বলেন, ‘‘চুপ, একদম সরুন এখান থেকে। পিছনে সরুন। ক্যামেরা বন্ধ করুন। মাথা গরম করাবেন না একদম।’’ আপাতদৃষ্টিতে ঠান্ডা মাথার মানুষ বলেই মনে হয় সিদ্ধার্থকে, মিতভাষী। কিন্তু বুধবার তিনি মেজাজ হারিয়ে ফেললেন ছবিশিকারিদের দৌরাত্ম্যের জেরে।

গত ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী, এ বার দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছিলেন, তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এই মুহূর্তে নতুন কোনও কাজ হাতে নেননি সিদ্ধার্থ। গোটা সময়টাই স্ত্রী কিয়ারাকে দিতে চান।

Sidharth Malhotra Kiara Advani Pregnant Celeb
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy