Advertisement
১৩ জুন ২০২৪
গুরুত্বপূর্ণ ভূমিকায় অনুপম-পুত্র সিকন্দর খের

ফিরছে অনিল কপূরের ২৪

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৫ ১৭:০১
Share: Save:

অনিল কপূর অভিনিত টেলি সিরিজটা ভুলে যাননি নিশ্চই! টানটান উত্তেজনায় ভরা রহস্য-রোমাঞ্চকর ‘২৪’। যেখানে প্রধানমন্ত্রী পদপ্রার্থী আদিত্য সিঙ্ঘানিয়ার হত্যার ছক এবং তা বানচাল করতে এটিইউ চিফ জয় সিংহ রাঠৌড়-এর লড়াই নিয়ে জমজমাট গল্প। ২০০২-’০৩ সালে শুরু হওয়া মার্কিন টেলি সিরিজ ২৪-এর ধাঁচেই হাই বাজেটের এই ভারতীয় টিভি শো-এর পরিকল্পনা।

২৪ আসলে নামেই টেলি সিরিজ বা ছোট পর্দার গল্প। এর উপস্থাপনা, চিত্রনাট্য, ডায়লগ, অ্যাকশন এবং সব কিছুকে ছাপিয়ে অনিল কপূরের উপস্থিতি এই টেলি সিরিজকে একটা অন্য মাত্রা এনে দেয়। আর মজার কথা এটাই, যে, মার্কিন ওই টেলি সিরিজেও অভিনয় করেছেন অনিল। ইসলামিক রিপাবলিক অব কামিস্তানের প্রেসিডেন্ট ওমর হাসানের ভূমিকায়। তবে শুধু অনিল কপূর নয়। শাবানা আজমি, অনুপম খের, মন্দিরা বেদী— কে নেই এখানে! এক কথায় ২৪ ছিল সুপার হিট। আর সেই সাফল্যের কথা মাথায় রেখে ২৪-এর দ্বিতীয় অধ্যায়ের কাজ শুরু হয়ে যায় চলতি বছরের গোড়ার দিকেই। এ ক্ষেত্রেও মুখ্য চরিত্রে অবশ্যই অনিল কপূর। মাস কয়েক আগে এ কথা নিজেই জানান তিনি।

আগামী জানুয়ারী থেকেই অন এয়ার হচ্ছে ‘২৪ সেসন ২’। যাঁরা ২৪-এর প্রথম পর্ব দেখেছেন, এর দ্বিতীয় অধ্যায় নিয়ে তাঁদের প্রত্যাশা চরমে। শুধু দর্শকরাই বা কেন, অনিল কপূর, অনুপম খের,—এঁদের প্রত্যাশাও কী কম! বিশেষ করে অনুপম খের তো মুখিয়ে আছেন অনুষ্ঠানটির জন্য। কারণ, এই টেলি সিরিজের দ্বিতীয় অধ্যায়ে দেখা যাবে তাঁর ছেলে সিকন্দর খেরকেও। বাবা অনুপম নিজে এ কথা টুইট করে জানিয়েছেন সকলকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE