কোনও না কোনও বিষয়ে চর্চায় থাকেন শিলাজিৎ মজুমদার। কখনও তাঁর ব্যক্তিগত মতামত নিয়ে। কখনও তাঁর কাজ নিয়ে। টলিপাড়া বলছে, ইদানীং নাকি চান্দ্রেয়ী ঘোষের সঙ্গে দেখা যাচ্ছে গায়ক-অভিনেতাকে। খবর, চুটিয়ে তাঁরা সংসারও করছেন। এ দিকে সেখানেও নাকি তৃতীয় নারীর ছায়া! ঈশিকা দে-র প্রতিও শিলাজিতের আকর্ষণ রয়েছে। সেই কারণেই নাকি ঘন ঘন মুম্বইয়ে থেকে কলকাতায় উড়ে আসছেন অভিনেত্রী।
রটনা কতটা সত্যি? আনন্দবাজার অনলাইন প্রশ্ন রেখেছিল ঈশিকা দে-র কাছে। একপ্রস্থ শ্যুট সেরে ফের কলকাতায় অভিনেত্রী। জানালেন, সম্পর্কের গল্প নিয়ে আকাশ ৮ চ্যানেলের ওয়েব প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছে ‘আরশি’ সিরিজ। পরিচালনায় শিবাংশু ভট্টাচার্য। সেখানেই শিলাজিৎ মজুমদার এবং চান্দ্রেয়ী ঘোষ জুটি বাঁধছেন। এই সিরিজেই যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করছেন ঈশিকা। পর্দায় তাঁর নাম ‘রেশমা’।
বরাবরই ঈশিকা সাহসী। এর আগে ‘সেক্রেড গেমস’ সিরিজে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। এ বারেও কি তেমন কিছুই ঘটতে চলেছে?