Advertisement
E-Paper

দু’দশক ধরে দাপট বলিউডে, দেশ ছেড়ে দুবাই গিয়ে কোন পেশা বেছে নিয়েছেন রিমি সেন?

জনপ্রিয়তা পেয়েছিলেন, ঠিক ততখানি দ্রুততার সঙ্গেই বলিপাড়া থেকে ‘হারিয়ে’ যান বাঙালি অভিনেত্রী রিমি সেন। দেশ ছেড়ে দুবাইয়ে থাকেন। সেখানে কোন পেশা বেছে নিয়েছেন অভিনেত্রী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ২০:৫১
Rimi Sen bengali actress leave actress become Real Estate Agent in Dubai

সরকারের উপর কোন ক্ষোভ রয়েছে রিমির? ছবি: সংগৃহীত।

অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সলমন খান, অভিষেক বচ্চন, অজয় দেবগনের মতো তারকাদের সঙ্গে অভিনয়ও করেন। কিন্তু যত দ্রুততার সঙ্গে জনপ্রিয়তা পেয়েছিলেন, ঠিক ততখানি দ্রুততার সঙ্গেই বলিপাড়া থেকে ‘হারিয়ে’ যান বাঙালি অভিনেত্রী রিমি সেন। মাঝে বেশ কয়েকবার শিরোনামে উঠে আসেন তাঁর সঙ্গে হওয়া আর্থিক প্রতারণার কারণে। এই মুহূর্তে অভিনয় থেকে দূরে, দুবাইয়ে থাকেন অভিনেত্রী। সেখানে কোন পেশা বেছে নিয়েছেন অভিনেত্রী?

‘হাঙ্গামা’,‘গরম মশলা’, ‘কিঁউ কি’, ‘দিওয়ানা হুয়ে পাগল’, ‘ফির হেরা ফেরি’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘ধুম ২’, ‘হ্যাটট্রিক’, ‘জনি গদ্দার’, ‘দে তালি’, ‘থ্যাঙ্ক ইউ’-এর মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন রিমি। এক দশক জুড়ে বলিপাড়ায় থাকলেও হঠাৎ করে ছবির সংখ্যা কমে যেতে থাকে। সেই সময় দুবাই চলে যান। সেখানে ঘরবাড়ি-জমির ব্যবসা শুরু করেন। বর্তমানে সেখানে নিজস্ব সংস্থা রয়েছে অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিমি জানান, ভারতে জীবন কষ্টকর। এখানকার সরকার ও রাজনীতি সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে, যেটা দুবাইয়ে একেবারেই নেই।

রিমি বলেন, ‘‘দুবাই মানুষকে আপন করতে জানে। এখানে সকল মানুষের স্থান আছে। যেমন মসজিদ আছে, তেমনই রয়েছে মন্দিরও। এখানকার শহরগুলির লক্ষ হল মানুষের জীবনকে সহজ, বিলাসবহুল ও আরামদায়ক করা। যেটা আমাদের দেশে দেখাই যায় না। কারণ এখানে সরকার বদলাতে থাকে। এক লহমায় সরকারের নীতি পাল্টে যায়। যা মানুষের জীবনকে কঠিন করে তোলে। হাজার একটা কর দিতে হয়। ব্যবসা-বান্ধব দেশের পরিচিতি হারিয়েছে ভারত।’’

Rimi Sen
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy