মাত্র ৫৪ বছর বয়সে মারা গেলেন ওড়িয়া ছবির খ্যাতনামী সঙ্গীত পরিচালক গায়ক অভিজিৎ মজুমদার। হৃদ্রোগে আক্রান্ত হয়ে রবিবার সকাল ৯টা নাগাদ প্রয়াত হলেন তিনি।
আরও পড়ুন:
অসংখ্য হিট ওড়িয়া ছবির সঙ্গীত পরিচালক অভিজিৎ। গত বছর সেপ্টেম্বর মাসে তিনি কোমায় চলে যান। সেই সময়ে তাঁকে ভুবনেশ্বর এমসে ভর্তি করানো হয়। মাস দুয়েক পরে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। সুরকারের একাধিক শারীরিক জটিলতা ছিল। যেমন স্নায়ুর সমস্যা, নিউমোনিয়া ইত্যাদি। হাসপাতাল সূত্রের খবর, এই রোগগুলি ছাড়াও তাঁর ছিল লিভারের সমস্যা, ইলেক্ট্রোলাইটে ভারসাম্যহীনতা, পুষ্টির ঘাটতি এবং রক্তজনিত সমস্যা। তাঁর প্রয়াণে ওড়িয়া ইন্ডাস্ট্রির তারকারা শোকজ্ঞাপন করেছেন।
সেপ্টেম্বর থেকে আইসিইউ-তে ভর্তি ছিলেন অভিজিৎ। তবে নভেম্বরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হতে তাঁকে মেডিসিন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের মতে, সেই সময়ে তিনি সচেতন ছিলেন, ট্র্যাকিওস্টোমি টিউবের মাধ্যমে সাধারণ নির্দেশে সাড়া দিয়েছিলেন। এমনকি তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ারও চিন্তাভাবনা করা হয়। কিন্তু, পারিবারিক এবং ব্যক্তিগত কারণে পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছিল। তার পর ২৩ জানুয়ারি তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং অবস্থার দ্রুত অবনতি ঘটে। শেষপর্যন্ত রবিবার সকালে তিনি প্রয়াত হলেন।