Advertisement
০৪ মে ২০২৪
Iman Chakraborty

‘রক্তবীজ’-এ ইমনের পুজোর গান, শিবু-নন্দিতার সঙ্গে তাঁর সঙ্গীত সফর ফিরে দেখলেন শিল্পী

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবির জন্য আরও এক বার গান গাইলেন ইমন চক্রবর্তী। কেমন ছিল সেই অভিজ্ঞতা?

Singer Iman Chakraborty

ইমন চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৩ ১৪:২৪
Share: Save:

পুজোর আর খুব বেশি দেরি নেই। এই প্রথম পুজোয় ছবি নিয়ে আসছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জুটি। ‘রক্তবীজ’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে জোরকদমে। পাশাপাশি ছবির গান রেকর্ডিংয়ের কাজও চলছে। সম্প্রতি এই ছবির জন্য ‘দোহার’-এর সঙ্গে একটি গান রেকর্ড করেছেন ইমন চক্রবর্তী।

ইমনের সঙ্গে শিবপ্রসাদ-নন্দিতা জুটির দীর্ঘ সম্পর্ক। এই জুটির ‘প্রাক্তন’ ছবিতে ‘তুমি যাকে ভালবাসো’ গানটি গেয়ে সেরা প্লেব্যাক শিল্পীর (নারী) জাতীয় পুরস্কার পেয়েছিলেন ইমন। একে একে ‘গোত্র’-র ‘রঙ্গবতী’ এবং ‘বেলাশুরু’-র ‘টাপাটিনি’। এই গোটা সফরটা কেমন কাটল তাঁর? ইমন বললেন, ‘‘ওঁরা প্রত্যেক বার আমাকে দিয়ে এমন এমন গান গাইয়েছেন, যে গানগুলো আমার জীবন তৈরি করে দিয়েছে। তার জন্য শিবুদা এবং নন্দিতাদির কাছে আমি চিরকৃতজ্ঞ। ওঁদের তরফে প্রস্তাবের জন্য আমি মুখিয়ে থাকি।’’

গান রেকর্ডিংয়ের ফাঁকে ‘দোহার’-এর সদস্যদের সঙ্গে ইমন।

গান রেকর্ডিংয়ের ফাঁকে ‘দোহার’-এর সদস্যদের সঙ্গে ইমন। ছবি: সংগৃহীত।

তবে শিবপ্রসাদ-নন্দিতার সঙ্গে কাজ করার নেপথ্যে যে শুধুই গানটা শ্রোতারা শুনবেন, এ রকম কোনও চিন্তা ইমনের কাজ করে না। তাঁর কথায়, ‘‘ছবির প্রচারকেও শিবুদা যে ভাবে পরিকল্পনা করেন, তার অংশ হওয়াটাও আমি উপভোগ করি। এই প্রথম ওঁরা চেনা পরিসরের বাইরে বেরিয়ে এসে একটা ছবি করছেন। সেখানে উনি আমার কথা ভেবেছেন। এটাও তো শিল্পী হিসেবে বড় প্রাপ্তি।’’

২০১৪ সালের ২ অক্টোবর মহাষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ে একটি বিস্ফোরণ ঘটে। কেন ঘটেছিল এই ঘটনা? সেই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে নন্দিতা-শিবপ্রসাদের নতুন ছবি। দুর্গাপুজো ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই প্রেক্ষাপটে একটি বিজয়ার গান গেয়েছেন ইমন। শিল্পী জানালেন, ‘‘লোকগীতি গেয়েছি। ‘দোহার’-এর সঙ্গেও দীর্ঘ দিন পর কাজ করলাম। আশা করছি, গানটি শ্রোতাদের পছন্দ হবে।’’ ‘দোহার’-এর প্রাণপুরুষ কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জ্যাঠা শ্যামাপদ ভট্টাচার্য এই গানের গীতিকার। ইমন বলছিলেন, ‘‘বিজয়ার গানে আনন্দ এবং দুঃখ, এই দুটো অনুভূতিই মিশে থাকে। আনন্দ এটাই যে, মা আগামী বছর আবার আসবেন আর দুঃখ এটাই যে, মা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE