ছোট পর্দার বড় খবর! টেলিপাড়ার গুঞ্জন, নতুন করে ফিরছেন প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তী। নতুন জুটিরও জন্ম দিচ্ছেন তাঁর আগামী ধারাবাহিকে। ধারাবাহিক ‘বরণ’-এর নায়ক ‘রুদ্রিক’ ওরফে সুস্মিত মুখোপাধ্যায় এবং ‘জীবনসাথী’র ‘ঝিলম’ শ্রাবণী ভূঁইঞা নাকি জুটি বাঁধতে চলেছেন। এঁদের আগের ধারাবাহিকের প্রযোজক-পরিচালকও স্নেহাশিস।
জি বাংলা এবং স্টার জলসা মিলিয়ে কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক চলছিল ব্লুজ প্রযোজনা সংস্থার। তালিকায় ‘যমুনা ঢাকি’, ‘সর্বজয়া’, ‘খুকুমণি হোম ডেলিভারি’। প্রত্যেকটি রেটিং চার্টে ভাল ফল করেছিল। ‘যমুনা ঢাকি’ এবং ‘খুকুমণি’ একাধিক বার ‘বাংলা সেরা’র তকমাও পেয়েছিল। ধারাবাহিক ‘সর্বজয়া’র হাত ধরে ১০ বছর পরে ফের অভিনয় দুনিয়ায় ফিরেছিলেন দেবশ্রী রায়।