মা হতে চলেছেন সোনাক্ষী সিন্হা? ফের জল্পনা শুরু বি-টাউনে। মঙ্গলবার রাতে মুম্বইয়ের এক অনুষ্ঠানে স্বামী জ়াহির ইকবালের সঙ্গে উপস্থিত হন অভিনেত্রী। সেই অনুষ্ঠান থেকেই ফের জল্পনার সূত্রপাত।
গত বছর ২৩ জুন বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জ়াহির। বিয়ের কয়েক মাসের মাথাতেই ছড়িয়েছিল তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ঈষৎ পৃথুল চেহারার জন্যই তাঁকে অন্তঃসত্ত্বা মনে হয়েছিল বলে নিজেই জানিয়েছিলেন সোনাক্ষী। তিনি বলেছিলেন, “আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি।” তার পরে একাধিকবার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়। প্রতিবারই হেসে উড়িয়ে দেন সোনাক্ষী ও জ়াহির। কিন্তু তাঁদের অনুরাগীরা এ বার যেন নিশ্চিত।
আরও পড়ুন:
মঙ্গলবারের অনুষ্ঠানে সোনাক্ষীকে দেখা যায় ঢিলেঢালা সাদা ও লাল রঙের মিশেলে একটি অনারকলি চুড়িদার পরতে। নেটাগরিকের দাবি, স্ফীতোদর ঢাকতেই এমন ঢিলেঢালা পোশাক পরেছেন তিনি। সোনাক্ষী বার বার ওড়না দিয়ে স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন বলেও দাবি করেছেন কেউ কেউ। এই চুড়িদারের সঙ্গে কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর পরেছিলেন সোনাক্ষী। অভিনেত্রীর চোখেমুখেও নাকি মাতৃত্বের ঔজ্জ্বল্য ধরা পড়েছে, দাবি নেটাগরিকের। অন্য দিকে জ়াহিরের পরনে ছিল কালো রঙের শেরওয়ানি ও সাদা পাজামা। হাতে হাত রেখে অনুষ্ঠানে এসেছিলেন তাঁরা। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই এক নেটাগরিক মন্তব্য করেন, “সোনাক্ষীকে দেখে এ বার সত্যিই অন্তঃসত্ত্বা মনে হচ্ছে।” আর এক অনুরাগী লেখেন, “ওঁর চোখেমুখের ঔজ্জ্বল্যই বলে দিচ্ছে, তিনি অন্তঃসত্ত্বা।” তবে এখনও পর্যন্ত সোনাক্ষী বা জ়াহির এই জল্পনায় কোনও প্রতিক্রিয়া দেননি।