খালি গা, মাথায় হেলমেট নেই। লাহুল-স্পিতির পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছেন। কোনও রকমের নিরাপত্তা ছাড়া, একেবারে বীরদর্পে। অভিনেতা সোনু সুদের এই ভিডিয়ো ভাইরাল হতেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে হিমাচল প্রদেশ পুলিশ।
এই ভিডিয়ো নিমেষে ভাইরাল হয় সমাজমাধ্যমে। অনেক ব্যবহারকারী লাহুল-স্পিতি পুলিশকে ট্যাগও করেছেন এবং ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন। লাহুল-স্পিতির পুলিশ সুপার (এসপি) ইলমা আফরোজ় এক সরকারি বিবৃতিতে এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রচারিত হচ্ছে, যেখানে একজন সুপরিচিত বলিউড অভিনেতা লাহুল-স্পিতি জেলায় ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন করছেন। যদিও ভিডিয়োটি ২০২৩ সালের বলে মনে হচ্ছে, এর সত্যতা যাচাই করা হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য কেলং সদর দফতরের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।’’ ঘটনাটি সোনুর নজরে পড়তেই নড়েচড়ে বসেন অভিনেতা। তিনি নিজের এক্স হ্যান্ডলে জানান, এই ভিডিয়ো একটি শুটিংয়ের অংশ। সোনুর কথায়,‘‘ আমি নিয়ম মেনে চলা নাগরিক। ভিডিয়োটা শুটিংয়ের অংশ। তাই এটাকে এতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। নিরাপদে থাকুন ও নিরাপদে গাড়ি চালান।’’ যদিও এই শুটিং সোনুর কোন ছবি বা ওয়েব সিরিজ়ের জন্য, তা খোলসা করেননি অভিনেতা।