বুধবার বিয়ে-বিতর্কে মুখ খুলেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। আনন্দবাজার ডট কম-কে তিনি জানান, এত দিন চেন্নাইয়ে ছিলেন। কলকাতায় এসেছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রের খবর, আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ অভিনেতা তথা বিজেপি বিধায়ক।
কলকাতার আনন্দপুর থানায় দায়ের একটি মামলার প্রেক্ষিতে আগাম জামিন চান তিনি। আদালত সূত্রের খবর, বুধবার তাঁর আইনজীবী দ্রুত শুনানি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আদালতকে জানান, তাঁর মক্কেল বর্তমানে একজন বিধায়ক। একটি মামলায় আগাম জামিনের জন্য দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করা হোক। বিচারপতি সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বলে খবর। তবে শুনানির দিন এখনও স্থির হয়নি।
যদিও বুধবার আনন্দবাজার ডট কম-কে হিরণ বলেছিলেন, “যে বিষয় বিচারাধীন তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান তো আমি করতে পারি না।” এই প্রক্ষিতে আনন্দপুর থানা সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত আদালতের কোনও কাগজ আসেনি পুলিশের কাছে।
গত দু’সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে হিরণ। ঋতিকা গিরির সঙ্গে তাঁর বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরে বিতর্ক বড় রূপ নেয়। তার পরেই অভিনেতা তথা বিজেপি বিধায়কের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। আনন্দপুর থানায় মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে অভিযোগ জানিয়ে আসেন তিনি। কলকাতায় আসার পরে মেয়ে বা প্রথম স্ত্রীর সঙ্গে কি আবার যোগাযোগ করেছেন হিরণ? উত্তরে অনিন্দিতা জানান, মেয়ে নিয়াসা বা তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেননি হিরণ।