১৯৯৭ সালে ‘বর্ডার’ ছবি সাড়া ফেলেছিল বক্সঅফিসে। সেই ছবিতে ভারতীয় সেনা জওয়ানের ভূমিকায় অভিনয় করেছিলেন সুনীল শেট্টী। তার ২৯ বছর পরে ‘বর্ডার ২’ ছবিতে অভিনয় করলেন তাঁর পুত্র অহান শেট্টী। ২০২১ সালে ‘তড়প’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ অহানের। তার পর পাঁচ বছর কেটে গিয়েছে। হাতে কাজ ছিল না। ছেলের দ্বিতীয় ছবি মুক্তি পেল এতগুলো বছর পর। নিজের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হলেন সুনীল। ততক্ষণ ছেলের ছবি দেখবেন না যতক্ষণ না পর্যন্ত ৫০০ কোটির অঙ্ক ছুঁতে পারছে।
সিনেমার প্রিমিয়ারের দিন স্ত্রী মানা, মেয়ে আথিয়া ও জামাই কেএল রাহুল সকলে ছবিটা দেখেন। বাইরে দাঁড়িয়ে ছিলেন সুনীল। সাড়ে তিন ঘণ্টার ছবি। এক বারও ভিতরে যাননি সুনীল। পরে তিনি জানান, এই ছবি ৫০০ কোটির অঙ্ক ছুঁলে তবেই দেখতে যাবেন। এ দিকে, বক্সঅফিস রিপোর্ট অনুযায়ী, প্রথম সপ্তাহে এসে এই ছবি ৩০০ কোটি অঙ্ক ছুঁতে পেরেছে। যদিও মুক্তির আগে ভাবা হয়েছিল এই ছবি হয়তো ‘ধুরন্ধর’-এর নজির ভাঙতে পারবে। অগ্রিম বুকিংয়ের দেখে তেমনই অনুমান করেন সিনেমা বিশেষজ্ঞরা। কিন্তু তেমনটা হয়নি। ৫০০ কোটির অঙ্ক ছুঁতে হয়তো সপ্তাহখানেক এখনও অপেক্ষা করতে হতে পারে সুনীলকে। যদিও অভিনেতা বলেন, ‘‘আমি খুশি, ‘ধুরন্ধর’-এর পর একটা ছবি যেটা এত ভাল ফল করছে। দর্শকের ভালবাসা পাচ্ছে। অহানের জন্য যথেষ্ট প্রশংসা পাচ্ছি।’’