Advertisement
১১ মে ২০২৪
Samantha Ruth Prabhu

এক দিনের জন্য কঠিন রোগ ভুলে খুশি সামান্থা, তাঁর ভাল থাকার টোটকা কী?

কালো পোশাকে, কালো বড় ফ্রেমের চশমায় কালো সোফায় বসে ছবি দিলেন অসুস্থ সামান্থা। স্পষ্টতই, তাঁর জীবনে কালো ছায়া। তবে মেঘ কাটবেই— তিনি নিশ্চিত।

কোন মন্ত্রের সন্ধান পেলেন সামান্থা?

কোন মন্ত্রের সন্ধান পেলেন সামান্থা? ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২২ ২০:০৯
Share: Save:

দিন যেমনই হোক, যত খারাপ সময়ই আসুক, হাসিমুখে মোকাবিলা করতে হবে। তার জন্য অনুপ্রেরণাও যে চাই! মায়োসাইটিসে ভুগছেন সামান্থা রুথ প্রভু। ছবি মুক্তির আগে চিকিৎসার জন্য ছুটে যেতে হয়েছে আমেরিকায়। এমন দুর্দিনে কী ভাবে ইতিবাচক চিন্তা করবেন? সামান্থা জানান, কিছু ভাল বন্ধু আছেন, যাঁদের দেখানো পথে বাঁচতে ইচ্ছে করে।

কালো পোশাকে, কালো বড় ফ্রেমের চশমায় কালো সোফায় বসে ছবি দিলেন অসুস্থ সামান্থা। স্পষ্টতই, তাঁর জীবনে কালো ছায়া। তবে মেঘ কাটবেই— তিনি নিশ্চিত। ক্যাপশনে প্রিয় বন্ধু রাজনিধির নাম নিয়ে লিখেছেন, “দিনটা যতই খারাপ হোক, যতই খারাপ পরিস্থিতি হোক, আমার বন্ধু রাজনিধির পন্থা, স্নান, দাড়ি কামিয়ে সাফ সুতরো হওয়া, ক্যামেরার সামনে আসা। আমিও এক দিনের জন্য এটা ধার নিলাম।’’ অনুরাগীরা বুঝে নেন, অভিনেত্রীর মন ভাল নেই। স্নান সেরে তিনিও তাই নিজের মুখোমুখি। অপেক্ষা করছেন ভাল সময়ের। তাই ছবির একেবারে নীচে লিখেছেন, “দেখা হবে ১১ তারিখ।” ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে সামান্থা অভিনীত তেলুগু ছবি ‘যশোদা’। তার মধ্যে নিজেকে গুছিয়ে নেবেন অভিনেত্রী, সেই ইঙ্গিতই দিলেন।

কিন্তু কী এই মায়োসাইটিস রোগ? এই রোগ শরীরে বাসা বাঁধলে পেশির প্রদাহ শুরু হয়। দেহের সুস্থ-সবল পেশিকে আক্রমণ করে স্বাভাবিক রোগ প্রতিরোধকারী ব্যবস্থা। ফলে পেশি দুর্বল হতে থাকে। সামান্থা এই মায়োসাইটিসে আক্রান্ত হয়েছেন কয়েক মাস আগেই। অভিনেত্রী জানিয়েছেন তাঁর সুস্থ হতে সময় লাগবে বেশ কিছু দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE