বছরের শুরুতেই ঘোষণা হয়েছিল, ভারতে অনুষ্ঠান করতে আসছেন এনরিকে ইগলেসিয়াস। বুধবার রাতে মুম্বই শহর মেতেছিল স্প্যানিশ তারকার গানে। মলাইকা অরোরা, রকূল প্রীত-সহ বহু তারকা পৌঁছে গিয়েছিলেন অনুষ্ঠান দেখতে। এনরিকের অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক অনুরাগিণীকে চুম্বন করছেন এনরিকে। চর্চায় উঠে এসেছে সেই ভিডিয়ো।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, গান গাইতে গাইতে মঞ্চ থেকে দর্শকের মাঝে নেমে এলেন এনরিকে। গানের তালের সঙ্গে তখন শরীর দুলছে ভক্তদের। তখনই এক অনুরাগিণীকে চুম্বন করেন তিনি। তবে ওষ্ঠচুম্বন নয়। অনুরাগিণীর কপালে স্নেহচুম্বন করেন স্প্যানিশ তারকা। ভিডিয়ো ভাইরাল হতেই সেই অনুরাগিণীকে সৌভাগ্যবতী বলে দাবি করছেন গায়কের মহিলা ভক্তকুল।
আরও পড়ুন:
এ বার কপালে চুম্বন করলেও, অনুরাগিণীর ঠোঁটে চুম্বন করার নজিরও রয়েছে এনরিকের। ১৩ বছর আগে পুণেতে অনুষ্ঠান করতে এসেছিলেন এনরিকে। অনুষ্ঠান চলাকালীনই মঞ্চে এক অনুরাগিণীকে ডেকে তাঁর ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়েছিলেন তিনি। মুহূর্তে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। তাই কি এ বার নিজেকে নিয়ন্ত্রণে রেখে স্রেফ কপালেই চুম্বন করলেন এনরিকে? রসিকতা করে সেই প্রশ্নও তুলছেন অনুরাগীরা।
অনুষ্ঠান থেকে মলাইকা অরোরার বেশ কিছু ভিডিয়ো ছ়ড়িয়ে পড়েছে। সাদা হাতাকাটা টি-শার্ট, ডেনিম প্যান্ট আর খোলা চুল— এমন বেশে দেখা গিয়েছে তাঁকে। ‘হিরো’, ‘রিং মাই বেল’, ‘বাইলামোস’, ‘বেবি আই লাইক ইট’ গানের সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে তাঁকে। মলাইকা ছাড়াও সোনল চৌহান, মন্দানা করীমী, বিদ্যা বালন, জ্যাকি ভগনানী, রুবীনা দিল্যাক, অভিনব শুক্লকে দেখা গিয়েছে এই অনুষ্ঠানে।