প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি তাঁরা। কিন্তু সমাজমাধ্যমের ছবি অন্য কথা বলে। সম্প্রতি রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলির নতুন ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। যদিও দু’জনে একসঙ্গে ছবি দেননি সমাজমাধ্যমে। তবে তাঁদের ছবি দেখে দুইয়ে দুইয়ে চার করেছে তাঁদের অনুরাগীরা। তবে কি তাঁরা একসঙ্গে ঘুরতে গিয়েছেন পাহাড়ে?
কিছু দিন আগে শেষ হয়েছে রণজয়ের ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। একটানা শুটিংয়ের পরে অভিনেতারা কিছু দিনের বিরতি নেন। শেষ দিনের শুটিংয়ের পরে অভিনেতা জানিয়েছিলেন, তিনিও কয়েকটা দিন ঘুরতে যাবেন। সম্প্রতি নিজের কয়েকটা ছবি দিয়েছেন। কাঞ্চনজঙ্ঘার ছবিও দেখা গিয়েছে তাঁর ইনস্টাগ্রামে।
অন্য দিকে, শ্যামৌপ্তির ইনস্টাগ্রাম ঢুঁ দিলেও দেখা যাবে পাহাড়ের ছবি। দার্জিলিংয়ের মল রোডে ঘুরছেন নায়িকা। সেই ছবি দেখে সবার মনে প্রশ্ন তা হলে কি একসঙ্গেই ঘুরতে গিয়েছেন তাঁরা? এর আগে তাঁদের সম্পর্কের বিষয়ে অনেক বারই প্রশ্ন করা হয়েছে। এখনও পর্যন্ত তা খোলসা করেননি তাঁরা। বরং এড়িয়ে গিয়েছেন। শোনা যায় ‘গুড্ডি’ ধারাবাহিকের শেষের দিকে তাঁদের সম্পর্ক গভীর হয়। তার পর একটি মিউজ়িক ভিডিয়োয়ও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। আউটডোর শুটিংয়েই সম্পর্ক নাকি মোড় নেয় প্রেমে। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত তাঁরা কোনও মন্তব্য করেননি।