টানটান উত্তেজনা। কমলিনীর জীবনে আবারও ঝড়। স্বতন্ত্রের সঙ্গে বন্ধুত্ব নিয়ে পরিবারে এমনিতেই অশান্তির শেষ নেই। ফিরে এসেছে স্বামী। এত বছর একা হাতে তিন সন্তানকে বড় করে তুলেছে সে। এত দিন সবাই জানত চন্দ্র আর ফিরে আসবে না। মৃত্যু হয়েছে তার। ‘চিরসখা’ ধারাবাহিকে একের পর এক নতুন মোড়। কিছু দিন আগে স্বতন্ত্রের জীবনে অন্য নারীর আগমনের দৃশ্য দেখেছে দর্শক। এ বার কমলিনীর জীবনে আর এক ঝড়। শোনা যাচ্ছে, ধারাবাহিকে আসবে আরও এক বড় চমক। এ বার নাকি প্রকাশ্যে আসবে চন্দ্রের আসল চেহারা। স্টুডিয়োপাড়ার ফিসফাস, কোনও এক অভিসন্ধি নিয়েই ফিরে এসেছে চন্দ্র। তার উদ্দেশ্য অন্য।
কমলিনী নয়, তার জীবনে রয়েছে অন্য নারী। শোনা যাচ্ছে, পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে আবারও নতুন করে সংসার পাতে সে। সেই কাহিনি নাকি শীঘ্রই প্রকাশ্যে আসবে। সেই সঙ্গে আরও কিছু চরিত্রের আগমন হতে চলেছে ধারাবাহিকে। সূত্র বলছে, চন্দ্রের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীকে। তাঁকে অনেক দিন ছোট পর্দায় দেখেননি দর্শক। শোনা যাচ্ছে, অভিনেত্রী বুলবুলি পাঁজাকে দর্শক দেখবেন চন্দ্রের স্ত্রীয়ের চরিত্রে। সত্যিই কি তাই? এ প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, এ কথা একেবারেই সত্যি নয়। বুলবুলি বলেন, “অনেকেই আমায় প্রশ্ন করছেন। তবে এই মুহূর্তে আমি ছোট পর্দায় অভিনয় করছি না। সুতরাং ‘চিরসখা’ ধারাবাহিক নিয়ে কারও সঙ্গে আমার কথা হয়নি।” তা হলে চন্দ্রের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেত্রী? সেই প্রশ্ন থেকেই যায়।