নায়িকার যে সঙ্গীর সঙ্গে বনিবনা হচ্ছে না সে কথা ইন্ডাস্ট্রির অন্দরে বহু দিন ধরে ফিসফাস। বহু বিতর্ক পেরিয়ে সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তাঁরা, কিছু দিন আগে পর্যন্ত এটাই শোনা গিয়েছিল। কিন্তু গত কয়েক মাসে সেই সমীকরণ ওলটপালট হয়ে গিয়েছে। শোনা যায়, তাঁর সম্পর্ককে কেন্দ্র করে অনেক কাছের মানুষের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন অভিনেত্রী। এখন নাকি তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। এমনকি, বর্তমান সঙ্গীর জন্য নিজের আগের বিয়ে, স্বামীকেও মান্যতা দেননি। ঘনিষ্ঠ সূত্র বলছে, নায়িকা নাকি পুরনো হারিয়ে যাওয়া সম্পর্কগুলোকে ফিরে পেতে মরিয়া। তাই নাকি ক্ষমা চাইতেও দু’বার ভাবছেন না।
শোনা যাচ্ছে, সঙ্গীর সঙ্গে অশান্তি এতটাই চরমে যে নায়িকা প্রাক্তন স্বামীকে ঘন ঘন ফোন করেন বেশ কিছু দিন আগে। ইন্ডাস্ট্রির অন্দরের নিন্দকদের ফিসফাস, প্রাক্তনকে ফোন করে করে এমনই পাগলামো করেছেন যে নায়িকার ফোন তুলতে বাধ্য হন তিনি। ক্ষমা চাওয়ার জন্যই নাকি ফোন করেছিলেন অভিনেত্রী।
তবে স্টুডিয়ো পাড়ায় অবশ্য অন্য গন্ধ। তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, নায়িকা নাকি চাইছেন প্রাক্তনের সঙ্গে পুরনো বন্ধুত্বকে ঝালিয়ে নিতে। কিন্তু সে গুড়ে বালি! প্রাক্তন স্ত্রী যে এমন কাণ্ডও ঘটাতে পারে সেই আঁচ আগে থেকেই পেয়েছিলেন। সেই আঁটঘাট বেঁধে মাত্র কয়েক সেকেন্ড কথার পরেই ফোন কেটে দেন তিনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কি প্রাক্তনের কাছে ফিরতে চাইবেন নায়িকা, না কি বর্তমান সঙ্গীর সঙ্গে সব মিটমাট করে নেবেন? টলিপাড়ার একাংশের মনে এমনই সব প্রশ্ন।