বাংলাদেশের চলচ্চিত্রে আবার টলিউডের শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবির নাম ‘বিক্ষোভ’। পরিচালক শামীম আহমেদ রনি। এই ছবিতে শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ছবির পরিচালক শামীম ফেসবুক পোস্টে জানিয়েছেন ‘বিক্ষোভ’ মুক্তি পাবে আগামী ১০ জুন।
বাংলাদেশের ছাত্রছাত্রীদের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত ছবি ‘বিক্ষোভ’। ২০১৮ সালের ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে প্রাণ যায় কলেজ-পড়ুয়া রাজীব ও দিয়ার। আহতও হয় একাধিক জন। ক্ষোভে ফেটে পড়ে দুর্ঘটনায় হত দুই কলেজ পড়ুয়ার সহপাঠীরা। দলে দলে রাস্তায় নেমে আসে তারা। শুরু হয় বিক্ষোভ, পথ অবরোধ। এই বিক্ষোভ ঢাকা থেকে ছড়িয়ে পড়ে সারা দেশে।