দু’জনেই প্রতিদ্বন্দ্বী। সাপে-নেউলে সম্পর্ক। অথচ গোটা একটা দিন গলা জড়িয়ে আড্ডা দিয়ে কাটিয়ে দিলেন শ্রীময়ী আর জুন আন্টি। পাশাপাশি বসে কফি, ফিশ ফ্রাই, কাবাব খেতে খেতে দেখলেন ক্রিকেট ম্যাচ। এমনকি গালে গাল ঠেকিয়ে নিজস্বীও তুললেন পর্দার দুই প্রতিপক্ষ।
কেন! তবে কি নতুন মোচড় আসছে জনপ্রিয় মেগা ধারাবাহিকে! এমন ‘ভাল’ হওয়ার অভিনয় মাঝে মধ্যেই করেন জুন। ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী হালদারকে হুঁশিয়ার করতে তখন মাঠে নামতে হয় বিশেষ বন্ধু ‘রোহিত সেনগুপ্ত’ ওরফে টোটা রায়চৌধুরীকে। অথচ সেই টোটাকেও দেখা গেল শ্রীময়ী-জুনের বন্ধুত্ব নিয়ে নির্বিকার। ‘জুন’ ঊষসী চক্রবর্তীর নিজস্বীর অনুরোধে এক গাল হেসে সাড়া দিলেন তিনি।২৬ জানুয়ারি ছুটির দিন পিকনিকের আয়োজন করেছিলেন ‘শ্রীময়ী’ ধারাবাহিকের কলা-কুশলীরা। সেখানেই ধরা পড়েছে এ সব টুকরো মুহূর্ত। পিকনিক স্পট থেকেই সমাজ মাধ্যমে লাইভ ভিডিয়ো করেছেন ঊষসী। ‘শ্রীময়ী’-র পিকনিকে তাঁরা কী কী মজা করলেন, তা অনুরাগীদের জানাতেই ওই ভিডিয়ো। প্রথমেই পর্দায় দেখা যায় শ্রীময়ীর বড় ছেলে ‘জাম্বো’-কে। অভিনেতা রোহিত সামন্তের দুঃখ, তাঁকে খেলতে নেওয়া হয়নি। ‘‘পিকনিক স্পটে পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল। তত ক্ষণে ক্রিকেট ম্যাচের টিম বানানো হয়ে গিয়েছিল।’’ বললেন রোহিত।