বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা... বসন্ত হয়তো এখনও আসেনি, কিন্তু টালিগঞ্জে বিয়ের ফুল ফুটেছে। এক নয়, একাধিক। গত বছর বিয়ে করে সকলকে চমকে দিয়েছিলেন দুই নায়িকা শ্রাবন্তী এবং নুসরত জাহান। এ বারের তালিকায় নায়ক, নায়িকা, পরিচালক— সকলেই আছেন।
সৃজিত মুখোপাধ্যায়ের প্রেম ইন্ডাস্ট্রির বহুল চর্চিত বিষয়। তবে পরিচালক এ বার আর শুধু প্রেমের পরশে আটকে থাকতে চান না। বাংলাদেশি অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াৎ রাশিদ মিথিলার সঙ্গে তাঁর গাঁটছড়া বাঁধা মোটামুটি পাকা। প্রথমে বিয়ের দিন ঠিক হয়েছিল ২২ ফেব্রুয়ারি। তবে এখন জানা যাচ্ছে, ভেনু পেতে সমস্যা হচ্ছে বলে, দিন পিছোচ্ছে। এর আগে যত বারই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা, বিয়ের খবর রটেছে। কিন্তু সৃজিতের ঘনিষ্ঠ মহলের কথায়, পরিচালককে এর আগে এতটা সিরিয়াস হতে দেখা যায়নি।
সৃজিতের মতো বিয়ে নিয়ে এখনও ততটা সিরিয়াস হতে পারেননি তাঁর বন্ধু রুদ্রনীল ঘোষ। যদিও ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, তিনিও খুব তাড়াতাড়ি টোপর পরবেন। তবে কোনও নায়িকা নন, পাত্রী একেবারেই ইন্ডাস্ট্রির বাইরের। সূত্রের খবর, দু’জনের আলাপ অনেক দিনের। কিন্তু প্রেমের ফুল এখন ফুটেছে। বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার অপেক্ষা। যদিও অভিনেতা এ ব্যাপারে উচ্চবাচ্য করছেন না। আপাতত তিনি ব্যস্ত বলিউডের প্রজেক্ট ‘ময়দান’ নিয়ে। সেখানে তিনি অজয় দেবগণের সঙ্গে কাজ করছেন। আরও দু’-একটি প্রজেক্ট নিয়ে বলিউডে কথাবার্তা চলছে রুদ্রনীলের। তাই বিয়ে না কেরিয়ার কোন দিকে এগোবেন সেই সিদ্ধান্ত নাকি এখনও নিয়ে উঠতে পারেননি।