সৃজিত মুখোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়। গ্রাফিক: সনৎ সিংহ।
পুজোয় মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি ‘টেক্কা’। তারকাখচিত এই ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। ছবির প্রচারে ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তবে, এই ব্যস্ততার মধ্যেই সময় বার করছেন নিজের পরবর্তী ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর জন্য। ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে। শেষ দিনের শুটিংয়ের একটি ঝলক সমাজমাধ্যমে ভাগ করেছিলেন। এ বার সেই ছবির ডাবিং-এর পালা। ‘টেক্কা’র প্রচারের মাঝেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ডাবিং সারলেন সৃজিত। ডাবিং-এর মাঝে খোশ গল্পেও মজলেন দু’জনে।
আনন্দবাজার অনলাইনকে সৃজিত বলেন, “‘টেক্কা’ নিয়ে ব্যস্ততা তো চলছেই। তার মাঝে একটা ফাঁকা দিন পেয়েছিলাম। তাই কেজিকে (কৌশিক গঙ্গোপাধ্যায়) নিয়ে ডাবিংটা সেরে ফেললাম।” ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর ডাবিং-এর মাঝে যদিও আলোচনার বিষয় সেই ‘টেক্কা’-ই। পরিচালক বলেছেন, “আমাদের মধ্যে ‘টেক্কা’ নিয়েই কথা হচ্ছে। সমাজমাধ্যমে কেজি ‘টেক্কা’র গান ও ঝলক ভাগ করে নিয়েছেন। ছবিটাকে সব দিক থেকে সমর্থন করছেন। ছবিটা নিয়ে তিনি খুবই উত্তেজিত।”
সমাজমাধ্যমে কৌশিকের সঙ্গে ডাবিং পর্বের একটি ছবিও শেয়ার করেছেন সৃজিত। সেখানে কৌশিককে তিনি তুলনা করেছেন ‘হ্যারি পটার’ খ্যাত চরিত্র প্রফেসর ডাম্বলডোরের সঙ্গে। এই ডাবিং পর্বের রসিকতায় ভরা আড্ডা, আলোচনা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে বলে লেখেন সৃজিত।
‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির কাজ সেরেই যদিও ফের ‘টেক্কা’য় মন দেবেন সৃজিত। কারণ এখনও পোস্ট প্রোডাকশনের সামান্য কিছু কাজ বাকি রয়েছে। সেগুলি সারবেন। আগামী ৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘টেক্কা’। ছবিতে অভিনয় করেছেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy