স্বপ্ন সত্যি হতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। ওয়েব সিরিজে পা দিচ্ছেন তিনি, ফেলুদার হাত ধরে। প্রযোজক রাজীব মেহরা আর নিশপাল সিংহ রানে যে ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত সেই আড্ডা টাইমসের সঙ্গে জুটি বেঁধে তিনি বানাতে চলেছেন ‘ফেলুদা ফেরত’। ইতিমধ্যেই সন্দীপ রায়ের থেকে ওই ওয়েবসিরিজের সত্ত্বও নেওয়া হয়ে গিয়েছে সৃজিতের।
মঙ্গলবার নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ফেলুদা বানানোর কথা নিজেই জানিয়ে সৃজিত লেখেন, ‘আমার অনেক দিনের স্বপ্নপূরণ হতে চলেছে। আমার প্রথম ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’।
ফেলুদা সিরিজের জনপ্রিয় দুই গল্প ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’-তে নিয়েই বানানো হবে এই সিরিজ।