গত দু’দিন ধরে চর্চায় রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়না। দ্বিতীয় জনের অনুষ্ঠান ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’-এ এসে একটি মন্তব্য করে বিপাকে পড়েছেন প্রথম জন। ইউটিউবার হিসেবে পরিচিত রণবীর। কিন্তু এই অনুষ্ঠানে এক প্রতিযোগীকে তিনি বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্যের পরেই রণবীর ও সময়ের দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। নিজের ইউটিউব চ্যানেল থেকে সময় মুছে দিয়েছেন ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’-এর সমস্ত ভিডিয়ো। এমতাবস্থায় সময় রায়নার সমর্থনে কথা বলেছিলেন কৌতুকশিল্পী তথা র্যাপার মুনাওয়ার ফারুকি। কিন্তু রণবীরের সমর্থনে তিনি কিছুই বলেননি। উপরন্তু ইউটিউবারকে নিয়ে প্রকাশ্যে মশকরা করলেন মুনাওয়ার।
মুনাওয়ার এই মুহূর্তে রয়েছেন লন্ডনে। সেখান থেকেই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন কৌতুকশিল্পী। ভিডিয়োয় দেখা যাচ্ছে, লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মুনাওয়ার। সেই রাস্তা দিয়েই একটি পুলিশের গাড়ি সাইরেন বাজাতে বাজাতে যায়। সেই গাড়ি দেখে মুনাওয়ার মন্তব্য করেন, “পুলিশ যাচ্ছে ‘বিয়ার বাইসেপস’-এর বাড়িতে।” উল্লেখ্য, রণবীর ইলাহাবাদিয়া ‘বিয়ার বাইসেপস’ নামেই পরিচিত।
এখানেই শেষ নয়। হাসতে হাসতে মুনাওয়ার বলেন, “ছেলে হাত থেকে বেরিয়ে গিয়েছে।” এই ভিডিয়োটি মুহূর্তে ছড়িয়ে পড়েছে। এক দিকে এই ভিডিয়ো দেখে হাসির রোল তুলেছেন মুনাওয়ারের অনুরাগীরা। অন্য দিকে রণবীরের অনুরাগীদের দাবি, এমন স্পর্শকাতর অবস্থায় এই মশকরা মোটেই ঠিক নয়। তাঁরা পাল্টা মুনাওয়ারকে বিঁধে বলেছেন, “তুই নিজেও তো কারাবাসে ছিলি। এত দ্রুত সব ভুলে গেলি!” উল্লেখ্য, ২০২১ সালে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মুনাওয়ার। একটি অনুষ্ঠানে তিনি ভিন্ন ধর্ম নিয়ে মশকরা করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।
বিতর্কিত মন্তব্যের জন্য ইতিমধ্যেই রণবীর ও সময় রায়নার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন রণবীর।