Advertisement
E-Paper

‘ভ্যালেন্টাইনস ডে’র দিন ভালবাসার মানুষটা মেরে আমার চোয়াল ভেঙে দিয়েছিল’

ফেসবুকে ফ্লোরা লিখেছেন, ‘‘সেই দিনটায় আমার প্রেমিক গৌরাঙ্গ দোশি, যাঁর সঙ্গে আমি ডেট করছিলাম, আমাকে মেরে চোয়াল ভেঙে দিয়েছিল। লাগাতার এক বছর ধরে চলেছিল আমার উপর নির্যাতন। আর সেই সম্পর্কটা থেকে বেরিয়ে এলাম ভাঙা চোয়াল আর সারা জীবনের জন্য ভীত সন্ত্রস্ত একটা মন নিয়ে।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১২:১০
ফ্লোরা সাইনি। ফেসবুকে এই ছবিটিই শেয়ার করেছেন ফ্লোরা। (ডান দিকে)

ফ্লোরা সাইনি। ফেসবুকে এই ছবিটিই শেয়ার করেছেন ফ্লোরা। (ডান দিকে)

অন্ধকারে মশাল হাতে পথ হাঁটা শুরু করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। আর তার পর থেকেই এক এক করে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলছেন বলিউডের অভিনেত্রীরা। শুধু অভিনেত্রীরাই নন,ইন্ডাস্ট্রির মহিলাকর্মীরাও সাহস করে বলতে শুরু করে দিয়েছেন, ‘আমিও’। এ বার সেই ব্রিগেডেই নতুন নাম ফ্লোরা সাইনি। দিনের পর দিন কী ভাবে তাঁর উপর শারীরিক নির্যাতন চলেছে, সে কথা ফেসবুকেই তুলে ধরেছেন ‘স্ত্রী’ ছবির অভিনেত্রী ফ্লোরা।

অভিনেত্রী আঙুল তুলেছেন এক প্রযোজকের দিকে। নামজাদা সেই প্রযোজক গৌরাঙ্গ দোশি একসময়ে ফ্লোরারই প্রেমিক ছিলেন বলে দাবি করেছেন অভিনেত্রী। ঘটনাটা ২০০৭ সালের। সে দিন ছিল ভ্যালেন্টাইনস ডে। ফেসবুকে ফ্লোরা লিখেছেন, ‘‘সেই দিনটায় আমার প্রেমিক গৌরাঙ্গ দোশি, যাঁর সঙ্গে আমি ডেট করছিলাম, আমাকে মেরে চোয়াল ভেঙে দিয়েছিল। লাগাতার এক বছর ধরে চলেছিল আমার উপর নির্যাতন। আর সেই সম্পর্কটা থেকে বেরিয়ে এলাম ভাঙা চোয়াল আর সারা জীবনের জন্য ভীত সন্ত্রস্ত একটা মন নিয়ে।’’

সে সময়ে বহু মানুষকেই বিষয়টা জানিয়েছিলেন ফ্লোরা। তাতে হিতে বিপরীতই হয়েছে। কারও সাড়া পাননি অভিনেত্রী। কিন্তু কেউ সাড়া দেননি কেন?

আরও পড়ুন: ‘স্বীকার-অস্বীকার কিছুই করছি না’, ধর্ষণ অভিযোগে অদ্ভুত প্রতিক্রিয়া অলোক নাথের

ফ্লোরার ব্যখ্যা, ‘‘তিনি ছিলেন শক্তিশালী একজন মানুষ। বলিউডে নতুন মুখের কথা কে শুনবে? তা-ও আবার সে যদি মহিলা হয়। এক কথায় বলতে গেলে সে সময়ে তাঁর কথায় অনেকেই উঠত আর বসত। কেরিয়ারটা শেষ করার হুমকি অবধি দিয়েছে দিনের পর দিন। এমনকি, পরের কয়েক বছর ইন্ডাস্ট্রিতে যাতে আমি আর কোনও কাজ না পাই— সে সব ব্যবস্থাও পাকা করে ফেলেছিল গৌরাঙ্গ।’’

সে সময় যেন সবকিছুই বিপক্ষে যাচ্ছিল ফ্লোরার জন্য। কাজের জন্য হন্যে হয়ে ঘুরেছেন এ প্রযোজক থেকে সে প্রযোজকের দরজায়। কিন্তু কেউ অডিশনটাও অবধি নিয়ে দেখেনি, এমনই অভিযোগ অভিনেত্রীর।

আরও পড়ুন: ধর্ষণের কাঠগড়ায় এ বার ‘সংস্কারি’ অলোক নাথ, ফেসবুকে বিস্ফোরক পোস্ট বিনতা নন্দার

ঘটনাটির কথা মনে করে ফ্লোরা বলছেন, ‘‘ওই ঘটনা আমার জীবনটাই বদলে দিয়েছিল। জীবন আর ঈশ্বরের প্রতি বিশ্বাস আর একবার আমাকে সাহস যুগিয়েছে, সত্যিটা সামনে আনতে।’’

তবে যাঁরা ফ্লোরাকে পথ দেখিয়েছেন, তাঁদের স্যালুট জানিয়েছেন অভিনেত্রী। মুখ ফুটে সত্যি কথাটা যাঁরা বলতে পেরেছেন তাঁদের ‘সুপারহিরো’ বলে মনে করেন তিনি। তাঁদের প্রতি ফ্লোরার পরামর্শ, ‘‘কেউ যেন তোমাদের আর দমিয়ে রাখতে না পারে। আর একা নই আমরা।’’ আর একটু যোগ করে ফ্লোরাবলেছেন,‘‘নির্যাতনকারী সব ভুলে যায়, আর নির্যাতিতাকে ওই নির্যাতনের বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হয়।’’

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

MeToo Sexual Abuse Flora Saini Gaurang Doshi Film Producer Bollywood Celebrities ফ্লোরা সাইনি গৌরাঙ্গ দোশি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy